সদ্য হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তারপরই ঋষি সুনাক মাতলেন দিওয়ালির উদযাপনে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে জ্বলল দিওয়ালির প্রদীপ। আর সেই উৎসবে অংশে নিয়ে বড় বার্তা দিলেন ঋষি সুনাক। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘এই দায়িত্বে থেকে আমি যতটা সম্ভব ততটা করব।’
ঋষি নিজের টুইটে লেখেন, ‘ নং ১০ এ আজ রাতের দিওয়ালির উৎসবে অংশ নিয়ে ভালো লাগছে। এই দায়িত্বে থেকে যতটা সম্ভব ততটা করব, যাতে ব্রিটেনকে এমনভাবে তৈরি করা যায়, যেখানে আমাদের সন্তান ও নাতি নাতনিরা প্রদীপ জ্বালাতে পারে, আর ভবিষ্যতের দিকে তাকাতে পারে আশা নিয়ে। ’ উল্লেখ্য, ১০ ডাউনিং স্ট্রিটে এবারের দিওয়ালি উদযাপন নিয়ে রীতিমতো উৎসবের আবহ। উল্লেখ্য, ঋষির সামনে এই মুহূর্তে মুখ্য চ্যালেঞ্জ হল ব্রিটেনের অর্থনীতি। সেখানে আর সেই অর্থনীতিকে চাঙ্গা করতেই রয়েছে বড়সড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হতেই একাধিক বিতর্ক সেদেশে মাথা চাড়া দিয়েছে। সেখানে তাঁর জাতিগত দিক, তাঁর ভারতীয় বংশোদ্ভূত হওয়ার ঘটনাও বারবার বিতর্কে এসেছে। এদিকে, সদ্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে ঋষি সুনাক নিযুক্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে। পদে আসীন হয়েই ঋষি সাফ জানিয়েছেন, বেশ কিছু কঠিন সিদ্ধান্ত এই সময় আসতে চলেছে। ফলে ব্রিটেনকে যে তার জন্য তৈরি হতে হবে তার বার্তা দিয়েছেন সুনাক। উল্লেখ্য, এর আগে কনজারভেটিভ পার্টির প্রধান নিযুক্ত হন লিজ ট্রাস। তবে তাঁর দায়িত্ব নেওয়ার পরই লিজের শাসনাধীন ব্রিটেন একাধিক পকন দেখেছে আর্থিক নীতির দিক থেকে। যার সমালোচনাও প্রখরভাবে উঠে আসে। তারপরই ঋষি এই পদে আসীন হন, কারণ ভোটাভুটিতে তিনিই ছিলেন লিজর নিকটতম প্রতিদ্বন্দ্বী।