ভারতে সড়ক নিরাপত্তা একটি বড় সমস্যা হয়ে রয়ে গিয়েছে। সরকার এবং গাড়ি কোম্পানিগুলি এই সমস্যার সমাধানের প্রচেষ্টা করা সত্ত্বেও বেহাল দশাই নজর কাড়ছে। বিশেষত, দেশের মেট্রো শহরগুলি সর্বাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্ত দুর্ঘটনার ৭৮ শতাংশ ঘটছে এই বড় শহরগুলোতেই।
আরও পড়ুন: (Satcom Security Norms: ইলন মাস্কের সংস্থাকে সুবিধা করে দিতে নিরাপত্তা বিধি শিথিল করবে ভারত? দাবি রিপোর্টে)
সড়ক দুর্ঘটনার কারণ কী
সম্প্রতি, অ্যাকো অ্যাকসিডেন্ট ইনডেক্স নামে একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেশে সড়ক দুর্ঘটনার পিছনে কিছু উদ্বেগজনক প্রবণতা এবং অস্বাভাবিক কারণ প্রকাশ করা হয়েছে।
অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য বিপথগামী কুকুরদের দায়ী করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের দুর্ঘটনার ৬২ শতাংশের জন্য দায়ী বিপথগামী কুকুর। তারপরে গরু রয়েছে, যা ২৯ শতাংশ ক্ষেত্রে দায়ী এবং তারপরে মহিষ রয়েছে, চার শতাংশ দায়ী। মজার ব্যাপার হল, মাতাল অবস্থায় গাড়ি চালানোর চেয়ে নারকেল ২.২ গুণ বেশি দুর্ঘটনা ঘটিয়েছে।
তবে, ভারতীয় রাস্তায় গর্ত এখনও একটি বড় সমস্যা। এই তালিকায় শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। গর্তের আরণে দুর্ঘটনার ৪৪.৮ শতাংশই এই শহরে ঘটেছে। এ ক্ষেত্রে দিল্লি এবং মুম্বই যথাক্রমে ১৩.৩ শতাংশ এবং ১২.৩ শতাংশ নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে যানবাহনেরও বড় ধরনের ক্ষতি হয়েছে।
কোন কোন শহরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে
জানা গিয়েছে, হায়দরাবাদ এবং দিল্লি এনসিআর সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ। হায়দরাবাদে ১৬.৪ শতাংশ এবং দিল্লি এনসিআরে ১৫.৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এর পরে পুনে এবং ব্যাঙ্গালোরও রয়েছে। এই শহরের মধ্যে বিশেষ করে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকাগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরুর বোমানাহাল্লি এলাকা, যেখানে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে নয়ডা, পুনের মারুঞ্জি এবং মুম্বাইয়ের মীরা রোড।
আরও পড়ুন: (Apple Watch: অ্যাপল ওয়াচে সহজেই মাপা যাবে রক্তচাপ, নতুন ওয়াচ সিরিজ ১০-এ ধামাকা ফিচার আনছে অ্যাপল)
সর্বাধিক দুর্ঘটনাপ্রবণ গাড়ি কোনগুলো
হুন্ডাই আই১০ গাড়িকে সর্বাধিক দুর্ঘটনাপ্রবণ গাড়ি হিসাবে তালিকার শীর্ষে রয়েছে, এরপরে এই তালিকায় জায়গা পেয়েছে কিছু জনপ্রিয় মডেল। যেমন মারুতি সুজুকি সুইফট এবং মারুতি সুজুকি বালেনো। অন্য দু' টি মডেল হল হুন্ডাই আই২০ এবং মারুতি সুজুকি ডিজায়ার।