বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রধানমন্ত্রী ও VVIP-দের জন্য রাস্তা, ফুটপাত পরিষ্কার, তবে সবার জন্য নয় কেন: HC

প্রধানমন্ত্রী ও VVIP-দের জন্য রাস্তা, ফুটপাত পরিষ্কার, তবে সবার জন্য নয় কেন: HC

প্রধানমন্ত্রী ও VVIP-দের জন্য রাস্তা, ফুটপাত পরিষ্কার, তবে সবার জন্য নয় কেন: HC

VVIP বেঞ্চ জানিয়েছে, রাজ্য বারবার ফুটপাতের অবৈধ হকারদের সমস্যার সমাধান নিয়ে চিন্তাভাবনা করে, কিন্তু এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি-দের জন্য যখন এক দিনের জন্য রাস্তাগুলি পরিষ্কার করা যায়, তখন প্রতিদিনের জন্যও কেন তা করা যাবে না? এই প্রশ্ন তুলেছে বোম্বে হাইকোর্ট। বিচারপতি এম এস সোনাক ও কমল খাতার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, পরিষ্কার ফুটপাত এবং নিরাপদ হাঁটার জায়গা প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার। রাজ্য প্রশাসনেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে।

বেঞ্চ জানিয়েছে, রাজ্য বারবার ফুটপাতের অবৈধ হকারদের সমস্যার সমাধান নিয়ে চিন্তাভাবনা করে, কিন্তু এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।

গত বছর বোম্বে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে শহরের অবৈধ হকারদের সমস্যা নিয়ে তদন্ত শুরু করে। সোমবার বেঞ্চ জানিয়েছে, সমস্যা বড় হলেও, রাজ্য ও অন্যান্য কর্তৃপক্ষ, সহ পৌরসংস্থা, এটি এড়িয়ে যেতে পারে না এবং কঠোর পদক্ষেপের প্রয়োজন।

আরও পড়ুন। ‘নমনীয়’ ও ‘চাপ’ কমাতে পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত ধর্মেন্দ্র প্রধানের

বেঞ্চ বলে, ‘প্রধানমন্ত্রী বা কোনও ভিভিআইপি এলে রাস্তাগুলি পরিষ্কার করা হয়...এটি তখনই করা হয়। তবে সবার জন্য কেন তা করা যাবে না? নাগরিকরা করদাতা...তাদের পরিষ্কার ফুটপাত এবং নিরাপদ হাঁটার জায়গা প্রয়োজন।’

আদালত আরও বলে, ‘ফুটপাত এবং নিরাপদ হাঁটার জায়গা মৌলিক অধিকার। আমরা আমাদের সন্তানদের ফুটপাথে হাঁটতে বলি, কিন্তু হাঁটার মতো ফুটপাত না থাকলে, আমরা তাদের কী বলব?’ 

আদালত উষ্মা প্রকাশ করে জানায়, বছরের পর বছর ধরে কর্তৃপক্ষ বলে আসছে যে তারা সমস্যার সমাধানে কাজ করছে, কিন্তু বাস্তবে তার চিহ্ন মেলে না। হাইকোর্ট বলেছে, ‘রাজ্যকে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। কর্তৃপক্ষ চিরকাল খালি কী করতে হবে তা নিয়ে চিন্তাভাবনা করতে পারে না। যদি ইচ্ছা থাকে, তাহলে উপায়ও থাকবে।’

বৃহন্মুম্বাই পৌরসংস্থার পক্ষ থেকে সিনিয়র কাউন্সেল এস ইউ কামদার বলেন, এই ধরনের হকারদের বিরুদ্ধে সময়ে সময়ে পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু তারা আবার ফিরে আসে। তিনি জানান, বি এম সি ভূগর্ভস্থ বাজার তৈরির কথাও বিবেচনা করছে।

এ প্রসঙ্গে আদালত ব্যাঙ্গ করে মন্তব্য করে, পৌরসংস্থা এই সমস্যাটি আক্ষরিক অর্থে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করছে।

বেঞ্চ উল্লেখ করেছে, পৌরসংস্থার আরোপিত জরিমানা এই হকারদের জন্য কোনও ব্যাপার নয় কারণ তাদের দৈনিক বিক্রির পরিমাণ অনেক বেশি।

আদালত বলে, ‘আপনার জরিমানা তাদের কাছে সামান্য। তারা তা প্রদান করবে এবং চলে যাবে’।

আদালত বি এম সি-কে সমস্ত হকারদের শনাক্ত করতে একটি ডেটাবেস তৈরি করার পরামর্শ দেয় যাতে তারা আদেশ লঙ্ঘন না করে এবং পুনরায় তাদের স্টল নিয়ে ফিরে না আসে।

আদালত বলে, ‘একটি চিরুনি অভিযান শুরু করুন। একটি রাস্তায় শুরু করুন...সবচেয়ে বড় সমস্যা হল শনাক্তকরণ। তারা পুনরায় ফিরে আসে কারণ তারা চিহ্নিত করা যায় না’।

 

 

পরবর্তী খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.