মুস্কান শর্মা
এনসিআর-এ এক অদ্ভুত ডাকাতি। একদল দুষ্কৃতী রাতে এক ব্যক্তির বাড়িতে ঢুকে ১৫০ কেজি মানুষের চুল এবং নগদ ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরচুলা তৈরির ব্যবসার মালিক রঞ্জিত মণ্ডলের ফরিদাবাদের বাড়িতে এই অপ্রত্যাশিত লুঠের ঘটনা ঘটে। মালিকের দাবি, ১৫০ কেজি মানুষের চুলের দাম ৭ লক্ষ টাকা।
চুরি যাওয়া চুলগুলো পরচুলা ও চুলের এক্সটেনশন তৈরির কাঁচামাল, যা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জানুয়ারি রাত আড়াইটা থেকে ৩টের মধ্যে ডাকাতির ঘটনা ঘটে, যখন চোরেরা সিঁড়ি বেয়ে ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করে, একটি ঘরে ঢুকে চুল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল
বাড়ির মালিক পরের দিন সকালে জানতে পারেন নগদ টাকা ও চুল উধাও, সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। চুরির ঘটনাটি পাড়ায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশের হাতে আসা ফুটেজে দেখা যায়, কয়েকজন লোক ওই এলাকায় ঢুকছে। চোরেদের মানুষের একটি বড় বস্তা নিয়ে এলাকা থেকে বের হতেও দেখা গেছে।
পুলিশ চুরির ঘটনায় বিভ্রান্ত
পুলিশ এখন ফুটেজের ভিত্তিতে চোরদের সনাক্ত করার চেষ্টা করছে তবে চুরির প্রকৃতি তাদের বিস্মিত করেছে।
ডাকাতদের অস্বাভাবিক টার্গেটের কারণে এই চুরির ঘটনায় হতবাক পাড়া ও পুলিশ। ডাকাতরা যা চুরি করছিল তার মূল্য জানত নাকি চুলের বস্তা নিয়ে এলোমেলোভাবে পালিয়ে গিয়েছিল তা স্পষ্ট নয়।
তবে মনে হচ্ছে চোরেরা হয়তো জানত যে চুল বিক্রির সময় কত দাম হতে পারে এবং সিসিটিভি ফুটেজে চুরির জন্য বিশেষভাবে বাড়িটিকে টার্গেট করেছিল, কারণ সিসিটিভি ফুটেজে তাদের লুটের বিষয়টি পরীক্ষা করার জন্য চুলের বস্তা খুলতে দেখা যায়।