বাংলা নিউজ > ঘরে বাইরে > Chicago Shooter Robert Crimo III: ইউটিউবার থেকে বন্দুকবাজ! শিকাগোকে রক্তাক্ত করা ২২ বছর বয়সি এই আততায়ী কে?

Chicago Shooter Robert Crimo III: ইউটিউবার থেকে বন্দুকবাজ! শিকাগোকে রক্তাক্ত করা ২২ বছর বয়সি এই আততায়ী কে?

রবার্ট ক্রিমো (Robert Crimo via REUTERS)

Robert Crimo III: পুলিশ সূত্রে খবর, ২২ বছরের ওই যুবক ইউটিউবার। একাধিক ইউটিউব চ্যানেল আছে তার। সেই চ্যানেলগুলির একটিতে দেখা গিয়েছে রবার্ট তার বন্ধুদের সঙ্গে কথা বলার সময় স্কুলে বন্দুক নিয়ে হামলার কথা বলছে।

আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে শিকাগোর প্যারেডে হামলা চালিয়ে অন্তত ৬ জনকে খুন করেছে এক বন্দুকবাজ। এই পুরো ঘটনা ঘটানোর অভিযোগে এক ২২ বছরের যুবককে গ্রেফতার করেছে শিকাগো পুলিশ। ধৃতের নাম রবার্ট ই ক্রিমো। পুলিশ জানিয়েছে রবার্ট ৪ জুলাই শিকাগো জুড়ে ঘুরে ঘুরে আট ঘণ্টা ধরে গুলি চালিয়েছে। 

 

পুলিশ সূত্রে খবর, ২২ বছরের ওই যুবক ইউটিউবার। একাধিক ইউটিউব চ্যানেল আছে তার। সেই চ্যানেলগুলির একটিতে দেখা গিয়েছে রবার্ট তার বন্ধুদের সঙ্গে কথা বলার সময় স্কুলে বন্দুক নিয়ে হামলার কথা বলছে। এই রবার্টই আমেরিকার স্বাধীনতা দিবসে শিকাগো জুড়ে বিভীষিকা ছড়িয়ে দিয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। 

 

প্রসঙ্গত, একের পর এক গুলির ঘটনা ঘটে চলেছে আমেরিকায়। সেই তালিকায় নয়া সংযোজন শিকাগোর এই ঘটনা। জানা যায়, ৪ জুলাই শিকাগোর শহরতলিতে প্যারেড চলাকালীন একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালায় রবার্ট। আতঙ্কে বাচ্চা-বুড়ো সবাই পালাতে শুরু করেন সেখান থেকে। এরপর ইলিনয়ের হাইল্যান্ড পার্ক এলাকায় কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার বিকেলেই রবার্টকে গ্রেফতার করে হেফাজতে নেয়।  

জানা যায়, আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে শিকাগোর অর্থবান এলাকা হিসেবে পরিচিত হাইল্যান্ড পার্ক থেকে একটি প্যারেড শুরু হয়। শয়ে শয়ে মানুষ তাতে অংশগ্রহণ করেছিলেন। মিনিট দশেকের মধ্যে শোনা যায় গুলির শব্দ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় অংশগ্রহণকারীদের মরিয়া হয়ে দৌড়াতে দেখা গিয়েছে। ঘটনায় ছ’জনের মৃত্যু হয়। জখম হন আরও ৩৬ জন।

বন্ধ করুন