বাংলা নিউজ > ঘরে বাইরে > যেতে পারছে না জেফ বেজোসের জাহাজ! ভাঙা পড়ছে ঐতিহাসিক সেতু

যেতে পারছে না জেফ বেজোসের জাহাজ! ভাঙা পড়ছে ঐতিহাসিক সেতু

ফাইল ছবি: রয়টার্স (REUTERS)

জেফ বেজোসের বিশাল ইয়ট যেতে পারছে না। শুধুমাত্র এই কারণেই ভাঙা হবে ঐতিহাসিক সেতু। বুধবার এমনটাই জানিয়েছে নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের কর্তৃপক্ষ।

আইকনিক কোনিংশেভেন সেতু রটারডামের অন্যতম আকর্ষণ। ১৮৭৮ সালে এর নির্মাণ শুরু হয়েছিল। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিদের বোমার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আবার এটি পুনর্নিমিত হয়েছিল। তবে অ্যামাজন কর্তার বিশাল, ৪৩০ মিলিয়ন ইউরো ($৪৮৫ মিলিয়ন) ইয়টটি এই ব্রিজের তলা দিয়ে যেতে পারছিল না।

রটারডামের কাছে আলব্লাসারডামে নির্মাণকারী শিপইয়ার্ড বেজোসের বিশাল জাহাজটি তৈরি করছে। কিন্তু ব্রিজের কারণে সেটি বের করে সমুদ্রে আনা যাচ্ছে না। সেই কারণেই নির্মাণকারীরা স্থানীয় কাউন্সিলকে সেতুর কেন্দ্রীয় অংশটি সাময়িকভাবে সরিয়ে দিতে বলেছে। জানা গিয়েছে, সেতুর মাঝের অংশটুকু সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। তবে একবার বেজোসের জাহাজ বেরিয়ে গেলে সেটি আবার পুনর্নিমাণ করে দেওয়া হবে।

তবে এই নিয়েই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, ২০১৭ সালেই বহু টাকা খরচ করে ব্রিজের সংস্কার করা হয়। এই ঐতিহাসিক ব্রিজটি স্থানীয়দের কাছে 'ডি হেফ' নামে পরিচিত। মাত্র পাঁচ বছর যেতে না যেতেই সেই ব্রিজ আবার ভাঙা হবে শুনে অসন্তুষ্ট রটারড্যামবাসীরা।

মেয়রের কার্যালয় যদিও বলছে, নৌকা নির্মাণের ফলে শহরের অর্থনৈতিক সুবিধা এবং কর্মসংস্থান বেড়েছে। তাছাড়া সেতু ভাঙা ও পুনর্নিমাণের খরচ জাহাজ নির্মাণকারীই দেবে। তারা আবার সেটা বেজোসের পকেট থেকে নেবে। তাই সমস্যা হবে না, বলছেন মেয়র। বর্তমান আকারেই ফিরিয়ে দেওয়া হবে ব্রিজ, আশ্বাস তাঁর। ডাচ মিডিয়া জানিয়েছে, জাহাজটি বের হওয়ার জন্য ৪০ মিটার (১৩০ ফুট) উঁচু স্থান রাখতেই হবে। সেই কারণে বিশাল স্টিল-গার্ডারযুক্ত, সেতুর মাঝখানের অংশটি সরিয়ে ফেলা হবে।

পুরো কাজটা হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। চলতি বছরেই করা হবে।

ঘরে বাইরে খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.