বাংলা নিউজ > ঘরে বাইরে > আইটি মন্ত্রককে প্রশ্ন করার অধিকার আছে, টুলকিট কাণ্ড নিয়ে সুর চড়ালেন শশী থারুর

আইটি মন্ত্রককে প্রশ্ন করার অধিকার আছে, টুলকিট কাণ্ড নিয়ে সুর চড়ালেন শশী থারুর

শশী থারুর (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

এর আগে শশী থারুরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

টুলকিট বিতর্ক থামার কোনও নাম নেই। একদিন আগেই এই প্রসঙ্গে আইটি মন্ত্রককে টুলকিট নিয়ে প্রশ্ন করার জেরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি তুলেছিলেন যাতে শশী থারুরকে আইটি সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানের পদ থেকে অপসারিত করা হয়। নিশিকান্তের অভিযোগ ছিল, শশী থারুর এই পদের অপব্যবহার করে নিজের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। এবার এর জবাবে শশী থারুর বললেন, 'আইটি মন্ত্রককে প্রশ্ন করার অধিকার আছে প্যানেলের।'

এর আগে বিজেপি নেতা নিশিকান্ত দুবে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে পদের অপব্যবহার করে আইটি মন্ত্রককে প্রশ্ন করছেন শশী থারুর। পাশাপাশি শশী থারুর B.1.617 স্ট্রেনকে ভারতী ভ্যারিয়েন্ট বলে উল্লেখ করায় তাঁর সাংসদ পদ খারিজেরও দাবি তুলেছেন নিশিকান্ত দুবে।

উল্লেখ্য, এর আগে সম্বিত পাত্র সহ ৫ পাঁচ বিজেপি নেতার টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' ট্যাগ দিয়েছিল টুইটার। এরপর টুইটারকে সেই ট্যাগ সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। এরপরই গুরুগ্রাম এবং দিল্লির লাডো সারাইতে অবস্থিত টুইটারের অফিসে অভিযান চালায় দিল্লি পুলিশের বিশেষ সেল।

এর আগে কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক মাইক্রোব্লগিং সাইট টুইটারকে কড়া ভাষায় একটি নোটিশ পাঠায়। তাতে বিজেপি নেতাদের করা টুলকিট টুইটে 'ম্যানিপুলেটেড ট্যাগ' দেওয়ায় টুইটারকে কড়া কথা শোনানো হয়। কেন্দ্রের দাবি, বিজেপি নেতাদের টুইটকে 'ম্যানিপুলেটেড ট্যাগ' দেওয়া পক্ষপাতদুষ্ট এবং একতরফা সিদ্ধান্ত।

ঘরে বাইরে খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.