বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রধানমন্ত্রীর কেদারনাথ দর্শন নিয়ে কংগ্রেস নেতার বেফাঁস মন্তব্য, বিতর্ক চরমে

প্রধানমন্ত্রীর কেদারনাথ দর্শন নিয়ে কংগ্রেস নেতার বেফাঁস মন্তব্য, বিতর্ক চরমে

কেদারনাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। PTI Photo) (PTI)

এর আগেও উদিত রাজ রাষ্ট্রপতি সম্পর্কে বিরূপ মন্তব্য় করেছিলেন। পরে তিনি ক্ষমা চান। এদিকে হিমাচল প্রদেশের ভোটের দিন আর ভোটের ফলাফল ঘোষণার দিনের মধ্যে বিরাট ফারাক নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন।

পৌলমী ঘোষ

প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের কেদারনাথ দর্শনে গিয়েছিলেন। এনিয়ে এবার তীব্র কটাক্ষ কংগ্রেস নেতৃত্ব উদিত রাজের। তাঁর মন্তব্যকে ঘিরে বিতর্ক একেবারে চরমে উঠেছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মাঝেমধ্যেই ধর্মীয়স্থানে যাচ্ছেন। আসলে প্রয়াগরাজের ধর্মান্তকরণ নিয়ে আরএসএস উদ্বিগ্ন। তাঁর দাবি, আরএসএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিন্দুধর্মের দুষ্ট বিষয়গুলিকে সরানোর কাজে ব্য়বহার করছে, যাতে এই ধর্মান্তকরণ বন্ধ হয় আর অন্য় কেউ প্রধানমন্ত্রী হন।

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। তাদের দাবি, আসলে হিন্দুত্বের বিরোধিতায় কংগ্রেস আর আপের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।

এদিকে এর আগেই কংগ্রেস নেতা শিবরাজ পাতিল জানিয়েছিলেন, গীতার একাংশে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদের পাঠ দিয়েছিলেন। কার্যত ইসলামের পাশাপাশি গীতাতেও জেহাদের শিক্ষা দেওয়া হয় বলে তিনি বিতর্কে জড়িয়েছেন। এরপর ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়়ালেন অপর কংগ্রেস নেতা উদিত রাজ।

তবে এবারই প্রথম নয়। এর আগেও উদিত রাজ রাষ্ট্রপতি সম্পর্কে বিরূপ মন্তব্য় করেছিলেন। পরে তিনি ক্ষমা চান। এদিকে হিমাচল প্রদেশের ভোটের দিন আর ভোটের ফলাফল ঘোষণার দিনের মধ্যে বিরাট ফারাক নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। কার্যত নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন তিনি। এবার তিনি নিশানা করলেন বিজেপিকে।

 

বন্ধ করুন