সোশ্যাল মিডিয়ায় রিলস ভাইরাল করার নেশায় কত কিছুই না করছেন ডিজিটাল ক্রিয়েটররা। আর এবার রিলস ভাইরাল হওয়ার আশায় ট্রেনের আর যাত্রীকে থাপ্পড় মারার অভিযোগ উঠল এক ইউটিউবারের বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্ত ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে নিজের ভুলের জন্য শেষপর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে অভিযুক্ত। ঘটনাটি বিহারের অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনের। পুরো ঘটনাটির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য রেকর্ড করা হয়। অভিযুক্তের নাম রীতেশ কুমার।
আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে পড়ল চলন্ত লোকালে, পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তি
জানা গিয়েছে, ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। ট্রেনটি ছেড়ে যাওয়ার মুহূর্তে অজ্ঞাত এক যাত্রীকে চড় মারে রীতেশ। সেই ভিডিয়ো পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরা এর তীব্র নিন্দা করেন। অনেকেই সোশ্যাল মাধ্যমে রেলের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তারপরেই তৎপর হয়ে আরপিএফ রীতেশকে গ্রেফতার করে এবং ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়।
এই ঘটনায় এই ধরনের রিলস নিয়ে কড়া বার্তা দিয়েছে আরপিএফ। বাহিনীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য চলন্ত ট্রেনে একজন যাত্রীকে চড় মারার জন্য একজন ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনও ধরনের বেপরোয়া কাজ সহ্য করা হবে না।’
এদিকে, ক্ষমা চেয়ে রীতেশ একটি ভিডিয়ো পোস্ট করেছে। ভুল স্বীকার করে সে জানিয়েছে, এই ধরনের ভিডিয়ো পোস্ট করে ফলোয়ার বাড়াতে চেয়েছিল। রীতেশ বলেছে, ‘আমি একজন ইউটিউবার। আমার ফলোয়ার বাড়ানোর জন্য আমি ইনস্টাগ্রামে ভিডিয়ো তৈরি করি এবং পোস্ট করি। আমি অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে এসেছিলাম এবং আমার ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্য চলন্ত ট্রেনে একজন যাত্রীকে থাপ্পড় মেরেছিলাম। এটা আমার ভুল ছিল। আর আমি এই ধরনের কাজ করবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’
এদিকে রীতেশের গ্রেফতারের খবরের প্রতিক্রিয়া জানিয়ে নেটিজেনরা আরপিএফের পদক্ষেপের প্রশংসা করেছেন এবং দাবি করেছেন, নিয়ম ভঙ্গকারীদের একইভাবে শাস্তি দেওয়া হোক। অনেকেই আবার এর জন্য জরিমানার দাবি করেছেন।