বাংলা নিউজ > ঘরে বাইরে > RRB NTPC exam violence: 'পক্ষার্থীরা অপরাধী নয়', রেলে নিয়োগ নিয়ে অসন্তোষ নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা মোদীর

RRB NTPC exam violence: 'পক্ষার্থীরা অপরাধী নয়', রেলে নিয়োগ নিয়ে অসন্তোষ নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা মোদীর

রেল লাইনে নেমে বিক্ষোভ প্রতিবাদীদের (ছবি সৌজন্যে পিটিআই)  (PTI)

RRB NTPC exam violence: বিজেপি সাংসদ বলেন, শিক্ষার্থীরা অপরাধী নয়। তিনি রাজ্যের পুলিশ প্রশাসনকে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার আবেদন করেছেন।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্বেচ্ছাচারিতা নিয়ে ছাত্র আন্দোলনের মধ্যেই রাজ্যসভার সাংসদ সুশীল মোদী বললেন যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁকে আশ্বস্ত করেছেন যে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিগুলির (RRB-NTPC) ফলাফল প্রতিটি ছাত্রের ভিত্তিতে ঘোষণা করা হবে।

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসনকে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার আবেদন করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা অপরাধী নয়। তিনি শিক্ষার্থীদের সংযত হওয়ার জন্য আবেদন করেছিলেন যাতে রেলওয়ে বোর্ড সমস্ত দিক তদন্ত শেষ করতে পারে এবং পরীক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে।

রেলে চাকরি নিয়ে চলমান বিক্ষোভে হিংসার প্ররোচণা দেওয়ার ঘটনায় জনপ্রিয় ইউটিউবার তথা শিক্ষক খান স্যারকে গ্রেফতার করা হয়েছে পটনায়। রেল লাইনে হিংসার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরিচালিত নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির (RRB NTPC) পরীক্ষা ঘিরে হিংসা ছড়ায় বিহার ও উত্তরপ্রদেশে। মঙ্গলবার সন্ধ্যায় রাজেন্দ্র নগর রেল টার্মিনাল এবং ভিকনা পাহাড়ীতে সহিংসতা চালানো হয় এবং সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগ ওঠে পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এরই মাঝে বুধবারও হিংসা জারি ছিল পরীক্ষার্থীদের। জেহানাবাদ স্টেশনে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ভাগলপুরে ট্রেন আটকানোরও চেষ্টা করেন বিক্ষোভকারীরা। গয়ায় একটি ট্রেনের বগি জ্বালিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। বুধবারই রেলের তরফে এই ঘোষণা করা হয়। রেলের তরফে জানানো হয়, এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে তাতেও শান্ত হচ্ছেন না পরীক্ষার্থীরা। আজকে বিহার বনধের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন AISA।

বন্ধ করুন