ITC Share Return: শুক্রবার NSE-তে ITC শেয়ারের দাম... more
ITC Share Return: শুক্রবার NSE-তে ITC শেয়ারের দাম ৩৩১.৫০ টাকায় ক্লোজ হয়েছে। সুতরাং, জুন ২০০২-তে ITC-তে যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে আজ তাঁর শেয়ারের নেট দর দাঁড়াবে ১.০৩ কোটি টাকা।
1/5ITC Bonus Share: এক সময়ে আইটিসি-র শেয়ার নিয়ে অনেকে হাসাহাসি করত। আর এখন এই শেয়ারেই কোটিপতি বিনিয়োগকারীরা। ভারতের দশম বৃহত্তম সংস্থা হয়ে গিয়েছে ITC। ফাইল ছবি: রয়টার্স (Reuters & Pixabay)
2/5গত ২ দশকের মধ্যে আইটিসি-র শেয়ারের দাম ১৪.৫০ থেকে বেড়ে ৩৩১.৫০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, যা প্রায় ২৩ গুণের কাছাকাছি। তবে এই সময়ের মধ্যেই তিনবার বোনাস শেয়ার দিয়েছে আইটিসি। ফলে প্রকৃত বৃদ্ধি প্রায় ১০২ গুণ। গ্রাফ: মিন্ট জিনি (Reuters & Pixabay)
3/5আইটিসি বোনাস শেয়ার: BSE-র ওয়েবসাইট অনুযায়ী, ২০০৫ সালে ১:২ অনুপাতে বোনাস শেয়ার দিয়েছে আইটিসি। অর্থাত্ দু'টি শেয়ার রাখলে বিনিয়োগকারীরা একটি করে বোনাস শেয়ার পেয়েছেন। ছবি সূত্র: রয়টার্স ও পিক্সাবে (Reuters & Pixabay)
4/5অগস্ট ২০১০-এ, ITC আবার ১:১ অনুপাতে বোনাস শেয়ার দিয়েছে। প্রতিটি শেয়ার-পিছু একটি করে বোনাস শেয়ার দেয়। এরপর ২০১৬ সালের জুলাই মাসে ITC ১:২ অনুপাতে বোনাস শেয়ার ঘোষণা করে। ফাইল ছবি : পিটিআই (Reuters & Pixabay)
5/5১ লক্ষ টাকা বেড়ে ১.০৩ কোটি: শুক্রবার NSE-তে ITC শেয়ারের দাম ৩৩১.৫০ টাকায় ক্লোজ হয়েছে। সুতরাং, জুন ২০০২-তে ITC-তে যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে আজ তাঁর শেয়ারের নেট দর দাঁড়াবে ১.০৩ কোটি টাকা। ফাইল ছবি: রয়টার্স (Reuters & Pixabay)