বাংলা নিউজ > ঘরে বাইরে > মালিয়া, নীরব, চোকসির থেকে ১৮,০০০ কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাঙ্ক, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালিয়া, নীরব, চোকসির থেকে ১৮,০০০ কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাঙ্ক, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বিজয় মালিয়া, নীরব মোদী এবং মেহুল চোকসি। (ফাইল ছবি)

২০০২ সালের আর্থিক তছরুপ বিরোধী আইন কার্যকর হওয়ার পর থেকে মাত্র ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজয় মালিয়া, নীরব মোদী এবং মেহুল চোকসির থেকে ১৮,০০০ কোটি টাকা ফেরত পেয়েছে একাধিক ব্যাঙ্ক। সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন সলিসিটির জেনারেল তুষার মেহতা। 

২০০২ সালের আর্থিক তছরুপ বিরোধী আইনের কয়েকটি ধারা নিয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে বুধবার সলিসিটর জেনারেল জানান, ৪,৭০০ টি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০০২ সালের আর্থিক তছরুপ বিরোধী আইন কার্যকর হওয়ার পর থেকে মাত্র ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রের যুক্তি, কঠোর সুরক্ষার জন্যই গ্রেফতারির সংখ্যা এত কম হয়েছে। সেইসঙ্গে সলিসিটর জেনারেল জানান, আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মালিয়া, নীরব এবং চোকসির থেকে ১৮,০০০ কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাঙ্কগুলি।

এমনিতে দীর্ঘদিন ধরে লন্ডনে থাকছেন মালিয়া। চলতি মাসের গোড়ার দিকে তাঁকে শেষ সুযোগ দেয় শীর্ষ আদালত। আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়। শীর্ষ আদালত বলেছে, ‘যদি তিনি ওই দিন হাজির না থাকেন আদালতে, তাহলে মামলা নিয়ে আইনি পথে যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছানো হবে।’ অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) ১৩,৫০০ কোটি টাকার ঋণ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হলেন নীরব এবং চোকসি।

বন্ধ করুন