ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন শুধুই অপেক্ষার পালা। ফের একবার দিল্লির মসনদে আম আদমি পার্টি ফিরবে, নাকি রাজধানীতে বিজেপির পদ্ম ফুটবে, নাকি কংগ্রেস কোনও চমক দেখাবে? এই সব প্রশ্নের জবাব মিলবে শনিবারেই। তবে এর আগে বৃহস্পতি রাতেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, ফল প্রকাশের আগেই নাকি দিল্লিতে 'অপারেশন কমলে' নেমেছে বিজেপি। কেজরিওয়াল গতকাল দাবি করলেন, তাঁর দলের প্রার্থীদের ভাঙাতে বিজেপি নাকি ১৫ কোটি টাকা করে 'অফার' দিচ্ছে। (আরও পড়ুন: বাংলাদেশিরা হাতে আইন তুলে নেওয়ায় 'অসন্তোষ', ইউনুসের ব্যর্থতা তুলে ধরে সরব BNP)
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কেজরিওয়াল দাবি করেছেন, ১৬ জন আম আদমি পার্টি প্রার্থীকে ভাঙাতে চাইছে বিজেপি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই আম আদমি প্রার্থীরা দল বদল করলে তাঁদের প্রত্যেককে ১৫ কোটি টাকা করে দেওয়া হবে এবং মন্ত্রী করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। কেজরিওয়াল নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় লেখেন, 'কোনও কোনও এজেন্সি দেখাচ্ছে যে বিজেপি ৫৫টিরও বেশিআসন পাচ্ছে। এদিকে গত ২ ঘণ্টায় আমাদের ১৬ জন প্রার্থীর কাছে ফোন এসেছে। তাঁদের বলা হয়েছে, তাঁরা যদি আপ ছেড়ে তাদের লে যোগ দেন, তাহলে মন্ত্রী করা হবে এবং প্রত্যেককে ১৫ কোটি টাকা করে দেওয়া হবে।'
উল্লেখ্য, ৭১ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় 'ম্যাজিক ফিগার' ৩৬। নির্বাচনের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষতেই দাবি করা হয়েছে, বিজেপি অনায়াসে এবার দিল্লি দখল করবে। এর আগে ২০২৪ সালের লোকসভা ভোটে দিল্লির অন্তর্গত ৭টি লোকসভা আসনের সবকটিতেই বিজেপি জিতেছিল। অবশ্য, ২০১৯ সালেও বিজেপির ঝুলিতে গিয়েছিল দিল্লির সবকটি লোকসভা আসন। যদিও সিএএ বিরোধী আন্দোলন, দিল্লি হিংসার আবহে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ফের দিল্লি দখল করেছিল আম আদমি পার্টি। এদিকে গত লোকসভা ভোটে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা ডাহা ফেল করেছিল। এই আবহে কেজরিওয়ালের প্রশ্ন, 'যদি সত্যি সত্যি তারা ৫৫টি আসন পাচ্ছে, তাহলে তারা আমাদের প্রার্থীদের কেন ফোন করছে? এই ভুয়ো সমীক্ষাগুলি বিজেপির ষড়যন্ত্র। তারা আপ-এর প্রার্ধীদের ভাঙাতে চায়। তবে একজনও প্রার্থী দল বদল করবেন না।'
এদিকে কেজরিওয়ালের পোস্টের পরই দিল্লির বিদায়ী মন্ত্রী তথা সুলতানপুর মাজরার আপ প্রার্থী মুকেশ আহলাওয়াত দাবি করেন, তাঁকে দলে নেওয়ার জন্যে বিজেপি অফার দিয়েছে। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'আমি মরে যাব... আমাকে যদি টুকরো টুকরে করে কাটাও হয়, তাও আমি অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে যাব না। তারা আমাকে বলল, তাদের সরকার গঠন করা হবে আর আমাকে মন্ত্রী করা হবে। আপ ছেড়ে তাদের সঙ্গে যোগ দিলে তারা আমাকে ১৫ কোটি টাকা দিতে চেয়েছিল। তবে আপ এবং অরবিন্দ কেজরিওয়াল আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত এই পার্টিতেই থাকব।' এদিকে এর আগে আম আদমি পার্টি সাংসদ সঞ্জয় সিংও এই একই ধরনের অভিযোগ করেছিলেন দল ভাঙানোর চেষ্টা নিয়ে। তিনি বলেছিলেন, দলের ৭ জন বিধায়ককে দল বদলের জন্যে অফার দেওয়া হয়েছিল।