মধ্যবিত্তকে এবারের বাজেটে বড় রকমের স্বস্তি দেওয়া হয়েছে আয়করের ক্ষেত্রে। আর এর ফলে ব্যাঙ্ক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৪২ হাজার কোটি থেকে ৪৫ হাজার কোটি বাড়তে পারে। এমনই দাবি করলেন অর্থ মন্ত্রকের অধীনে থাকা ফিন্যান্সিয়াল সার্ভিস দফতরের সচিব এম নাগারাজু। তিনি বলেন, আয়কর নিয়ে সরকারের সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কে নগদ প্রবাহ বাড়বে। (আরও পড়ুন: বাজেটে KYC নিয়ে ঘোষণার পরে আধার নিয়মে পরিবর্তন, কী জানাল কেন্দ্র?)
আরও পড়ুন: প্রায় নিত্যদিনই লাফিয়ে বাড়ছে সোনার দাম, কেন ভাঙছে একের পর এক রেকর্ড?
ফিন্যান্সিয়াল সার্ভিস দফতরের সচিবের অনুমান, আয়কর ছাড়ের ফলে মানুষের পকেটে যে অতিরিক্ত টাকা ঢুকবে, তার একটা অংশ ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকবে। নাগারাজুর বক্তব্য, 'অ্যাকাউন্টে অতিরিক্ত ডিপোজিটের ফলে ব্যাঙ্কিং সেক্টরে নগদ প্রবাহ বাড়বে। এর ফলে উচ্চ হারে টাকা ধার নেওয়ার ওপর নির্ভর করে থাকতে হবে না ব্যাঙ্কগুলিকে।' উল্লেখ্য, এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হল ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। (আরও পড়ুন: ভারতে কি সপ্তাহে ৭০ কি ৯০ ঘণ্টা কাজের নিয়ম চালু হবে? জবাব দিল কেন্দ্র)
আরও পড়ুন: ২০৫ ভারতীয়কে ফেরত পাঠিয়ে 'অবৈধ অভিবাসীদের' সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ। (আরও পড়ুন: জারি ‘বাণিজ্য যুদ্ধ’, এবার মার্কিন পণ্যের ওপর পালটা শুল্ক চাপাল চিন)
আরও পড়ুন: ২ ঘণ্টা সময় দিয়েছিলেন মোদী, সেই নিখিলের শো সময়ের আগেই শেষ করেন অতিথি, কেন?
এই আবহে আগের তুলনায় নয়া আয়কর ঘোষণার পর থেকে করদাতাদের কত 'লাভ' হবে? বাজেট নথি হিসেবে, যাদের আয় ৮ লাখ টাকা, আগের থেকে এবার তাদের ৩০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাগের আয় ৯ লাখ টাকা, তাদের আগের তুলনায় ৪০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাদের আয় ১০ লাখ টাকা, তাদের আগের থেকে ৫০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাঁর আয় ১২ লাখ টাকা, তাঁর ৮০,০০০ টাকা আয়কর বাঁচবে। যাঁর আয় ১৬ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৫০,০০০ টাকা। যে করদাতার আয় ১৮ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৭০,০০০ টাকা। যাঁর আয় ২০ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ৯০,০০০ টাকা। যে করদাতার আয় ২৫ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ১,১০,০০০ টাকা।