বাংলা নিউজ > ঘরে বাইরে > 'খলিস্তানি পতাকা ওড়াচ্ছে, ৮০ লাখ-এক কোটি টাকা দেওয়া হচ্ছে', কৃষক বিক্ষোভে 'হেনস্থা'-য় দাবি কংগ্রেস সাংসদের

'খলিস্তানি পতাকা ওড়াচ্ছে, ৮০ লাখ-এক কোটি টাকা দেওয়া হচ্ছে', কৃষক বিক্ষোভে 'হেনস্থা'-য় দাবি কংগ্রেস সাংসদের

নয়া কৃষি আইনের প্রতিবাদে সিংঘু সীমান্তে বিক্ষোভ কৃষকদের। (ছবি সৌজন্য পিটিআই)

সাংসদের অভিযোগ, ‘জন সংবাদ’ অনুষ্ঠানের সময় কয়েকজন ‘অনিষ্টকর’ লোকজন তাঁর উপর ‘ঘাতক আক্রমণ’ চালায়।

সিংঘু সীমান্তে ‘হেনস্থা’-র শিকার হলেন কংগ্রেস সাংসদ রভনীত সিং বিট্টু। লুধিয়ানার সাংসদের অভিযোগ, ‘জন সংবাদ’ অনুষ্ঠানের সময় কয়েকজন ‘অনিষ্টকর’ লোকজন তাঁর উপর ‘ঘাতক আক্রমণ’ চালায়। ধাক্কা মারা হয়। তাঁর পাগড়িও খুলে দেওয়া হয় বলে অভিযোগ।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, হামলায় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিন্ত সিংয়ের নাতি রভনীতের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরুজিৎ সিং এবং বিধায়ক কুলবীর সিং জিরার সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ দিতে গুরু তেগ বাহাদুরজি স্মৃতিসৌধে গিয়েছিলেন রভনীত। কয়েকজন রভনীতকে বাঁচানোর চেষ্টা করেন। তাঁকে গাড়িতেও তুলে দেওয়া হয়। কিন্তু গাড়িতে ওঠার পরও লাঠি দিয়ে কাঁচ, পিছনের উইন্ডস্ক্রিন এবং সামনের দিকে উইন্ডস্ক্রিনে ভাঙচুর চালানো হয়। সেই পরিস্থিতির মধ্যে কুলবীরের পাগড়িও খুলে যায়।

তবে কী কারণে রভনীতের উপর ‘হামলা’ চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।সংবাদমাধ্যমে রভনীত বলেন, ‘লাঠি এবং অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় একদল মানুষ। একেবারে পরিকল্পিতভাবে সেই হামলা চালানো হয়েছে। তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থল থেকে চলে যাই। কারণ আমরা চাইনি যে কয়েকজন দুষ্কৃতীর জন্য কৃষকদের বিক্ষোভ ব্যাহত হোক।’ 

সংবাদসংস্থা এএনআইকে রভনীত জানান, কৃষকদের বিক্ষোভে কেউ কেউ খলিস্তানি পতাকাও নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি এটা অনেকদিন ধরেই বলছি। দুষ্কৃতী, খলিস্তানি পতাকা নিয়ে ঘোরা লোকজনও মিশে আছে। কিন্তু এত ভিড়ের মধ্যে তাদের কীভাবে চিহ্নিত করবেন কৃষক নেতারা? পতাকা নাড়ানোর জন্য এরকম লোকজনকে ৮০ লাখ থেকে এক কোটি টাকা দেওয়া হয়েছে। সেখানে আমি নিশানা হয়ে গিয়েছি।’

ঘরে বাইরে খবর

Latest News

মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.