বাংলা নিউজ > ঘরে বাইরে > বিহারের দুই ছাত্রের অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা জমা পড়েনি, গোলমাল ছিল CBS-তে : DM

বিহারের দুই ছাত্রের অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা জমা পড়েনি, গোলমাল ছিল CBS-তে : DM

ওই দই ছাত্র (ছবি সৌজন্য এএনআই)

সম্প্রতি বিহারের দুই বালক দাবি করে, তাদের অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা জমা পড়েছে।

বিহারের দুই বালকের অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা আসেনি। বরং কোর ব্যাঙ্কিং সিস্টেমে (সিবিএস) গোলমালের কারণে ওই দুই বালকের অ্যাকউন্টে ৯০০ কোটি টাকা জমা পড়েছে বলে দেখানো হচ্ছিল। এমনটাই দাবি করলেন বিহারের কাটিহারের জেলাশাসক উদযন মিশ্র।

সম্প্রতি বিহারের দুই বালক দাবি করে, তাদের অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা জমা পড়েছে। স্কুলের জামাকাপড়ের জন্য সরকারের যে অনুদান দেয়, তা এসেছে কিনা দেখতে তারা সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টারে (সিপিসি) গিয়েছিল। পাসবই আপডেট করতেই দেখে যে একজনের অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা জমা পড়েছে। অপরজনের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬০ কোটি টাকা। 

সেই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। কীভাবে ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অত টাকা এল, তা নিয়ে শোরগোল পড়ে যায় ব্যাঙ্কের অন্দরেও। তড়িঘড়ি টাকা তোলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য কাটিহারের জেলাশাসক বলেন, ‘ব্রাঞ্চ ম্যানেজার বলেছেন যে কোর ব্যাঙ্কিং সিস্টেমে (সিবিএস) গোলমালের জন্য তাদের (দুই ছাত্রের) অ্যাকাউন্টের স্টেটমেন্ট ওরকম (৯০০ কোটি এবং ৬০ কোটি টাকা জমা পড়েছে) দেখিয়েছে। কোনও অর্থ ট্রান্সফার করা হয়নি। বিষয়টির সমাধান করা হয়েছে।’

তবে বিহারে এরকম উদ্ভট উদাহরণ কম নেই। সম্প্রতি একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, এক এক ব্যক্তির অ্যাকাউন্টে ৫.৫ লাখ টাকা পড়ে গিয়েছিল। কিন্তু সেই টাকা কিছুতেই ফিরিয়ে দিতে রাজি হননি। তাঁর যুক্তি, সেই টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা ভেবেই টাকা খরচ করে ফেলেছেন। এখন পয়সা কীভাবে দেবেন? ওই প্রতিবেদনগুলি অনুযায়ী, মানসি থানার অন্তর্গত বখতিয়ারপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত দাসের অ্যাকাউন্টে ভুলবশত ৫.৫ লাখ টাকা পাঠিয়ে দিয়েছিল গ্রামীণ ব্যাঙ্কের খাড়ারিয়া শাখা। বিষয়টি নজরে আসতেই বারবার নোটিশ পাঠানো হয়। কিন্তু তা সত্ত্বেও সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করেন রঞ্জিত। উলটে দাবি করেন, তিনি সেই টাকা খরচ করে ফেলেছেন। তখন তো তিনি ভেবেছিলেন যে প্রতিশ্রুতি মতো টাকা দিয়েছেন মোদী।

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.