ইশা সহায় ভাটনগর
সংসদ চলাকালীন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে ন্যাশানাল হেরাল্ড কাণ্ডে তলব করেছিল ইডি। এনিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা। এবার এনিয়ে মুখ খুললেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। বৃহস্পতিবার সংসদে মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, আমি একটি বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই, এটা একটা ভুল মনোভাব আছে যে সংসদ চলাকালীন এজেন্সি তাদের ডাকতে পারবে না। কোনও বাধা ছাড়াই যাতে সাংসদরা তাঁদের কর্তব্য পালন করতে পারেন সেজন্য় তাঁরা কিছু সুবিধা পান। কিন্তু ক্রিমিনাল ম্য়াটারে সাংসদদের সঙ্গে সাধারণ মানুষের মতো ব্যবহার করা হবে না এমনটা নয়।
পাশাপাশি তিনি জানিয়েছেন, আইন ও আইনগত পদ্ধতিকে মানার ব্যাপারে সাংসদ হিসাবে আমাদের কর্তব্য রয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ খাড়েগেকে তলব করেছিল ইডি। এরপরই এনিয়ে সরব হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছিলেন, সেশন চলছে । সেই সময় এভাবে আমাকে ইডির সমন পাঠানো কি ঠিক? পাশাপাশি তিনি জানিয়েছেন, আমরা ভয় পাচ্ছি না। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। তবে তার জবাবও দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু।