বাংলা নিউজ > ঘরে বাইরে > 'মিলবে না স্বাধীনতা, চিনের কাছে মাথা নত করতে হবে!' আত্মনির্ভরতার পাঠ মোহন ভগবতের

'মিলবে না স্বাধীনতা, চিনের কাছে মাথা নত করতে হবে!' আত্মনির্ভরতার পাঠ মোহন ভগবতের

মুম্বইয়ের স্কুলে আরএসএস প্রধান মোহন ভগবত (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

আত্মনির্ভরতার উপর জোর আরএসএস প্রধান মোহন ভগবতের।

চিনের প্রতি নির্ভশীলতা না কমলে তাদের সামনে আমাদের মাথা নত করে থাকতে হবে। স্বাধীনতা দিবসে স্পষ্ট বার্তা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবতের। রবিবার মুম্বইয়ের একটি স্কুলে দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশ নেন ভগবত। সেখানে বক্তব্য রাখেন আরএসএস প্রধান। সেখানেই স্বদেশী এবং আত্মনির্ভরতার উপর জোর দেন তিনি। পাশাপাশি চিন নির্ভরশীলতা নিয়ে সতর্কবাণী শোনা যায় তাঁর গলায়।

মোহন ভগবত বলেন, 'ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহারের মাত্রা আমাদের মধ্যে একটু অতিরিক্ত। তবে সেই প্রযুক্তি আসলে আমাদের দেশে নেই। আসল প্রযুক্তি আসে বাইরে থেকে। ঐক্যবদ্ধ সমাজ হিসেবে আমরা যতই চিনের বিরুদ্ধে কথা বলি, চিনের সামগ্রী বর্জন করি না কেন... তোমাদের মোবাইল ফোন যা আছে সে সব কোথা থেকে আসছে? যদি, চিনের উপর নির্ভরশীলতা বেড়ে যায়, তবে আমাদের চিনের সামনে মাথা নত করতে হবে।'

তিনি আরও বলেন, 'আর্থিক নিরাপত্তার প্রয়োজনীয়তা খুব বেশি। তবে, প্রযুক্তিকে ব্যবহারের বিষয়ে আমাদের নিজেদের শর্তে চলতে হবে। আমাদের স্বনির্ভর হতে হবে। স্বনির্ভর অর্থ সব বিদেশি জিনিসকে বর্জন করে দেওয়া নয়। আন্তর্জাতিক বাণিজ্য চলতে থাকবে, কিন্তু সেটা হবে আমাদের শর্তে। অর্থনীতির লক্ষ্য হওয়া উচিত আরও বেশি উৎপাদন বাড়ানো। আর প্রতিযোগিতা হওয়া উচিত উৎপাদিত দ্রব্যের গুণগত মানের উপর। আমরা আন্তর্জাতিক ব্যবসা এবং অর্থনীতির বিরুদ্ধে নই। কিন্তু, আমাদের উৎপাদন গ্রামে হওয়া জরুরি। এখানে জনগণের জন্য উৎপাদন হবে না। জনগণের দ্বারা উৎপাদন হবে।'

বন্ধ করুন