বর্ণপ্রথা এবং জাতিভেদের বিষয়টি অতীতের এবং তা ভুলে যাওয়া উচিত। শুক্রবার এমনই মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। নাগপুরে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে এসে ভাগবত মন্তব্য করেন, ‘বর্তমান সময়ে সমাজে বর্ণব্যবস্থার কোনও প্রাসঙ্গিকতা নেই। যেসব বিষয় সমাজে বৈষম্য সৃষ্টি করে তা ভুলে যাওয়া উচিত আমাদের।’
শুক্রবার মদন কুলকার্নি এবং রেণুকা বোকারের লেখা ‘বজ্রসূচি টাঙ্ক’ নামে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন সংঘ প্রধান মোহন ভাগবত। বই প্রকাশ করে ভাগবত বলেন, ‘ভারতের সংস্কৃতির মধ্যে সামাজিক ঐক্যের ধারণা বদ্ধমূল রয়েছে। তবে বর্ণপ্রথা এবং জাতিভেদের কারণে দেশের সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে। যেসব বিষয় সমাজে বৈষম্য সৃষ্টি করে তা ভুলে যাওয়া উচিত আমাদের।’
আরএসএস প্রধান দাবি করেন, ‘সব দেশেই পূর্বপুরুষরা কিছু ভুল করে যান। ভারত তার ব্যাতিক্রম নয়। সেই ভুল মেনে নিতে কোনও সমস্যাও নেই। পূর্বপুরুষদের ভুল মেনে নিলে তাদের হেয় করা হয় না। তবে পূর্বপুরুষদের ভুলগুলি বুঝতে পেরে সেগুলি সংশোধন করে নেবে বর্তমান প্রজন্ম।’ উল্লেখ্য, আরএসএস প্রধান এর আগেও ‘জাতপাতহীন অখণ্ড ভারতীয় সমাজে’র পক্ষে সওয়াল করেছেন।