‘অখণ্ড ভারতের’ স্বপ্ন শীঘ্রই বাস্তবে পরিণত হবে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বুধবার হরিদ্বারে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন সংঘ প্রধান। অখিল ভারতীয় আখাড়া পরিষদের সভাপতি স্বামী রবীন্দ্র পুরীর এক বক্তব্যের প্রেক্ষিতে মোহন ভাগবত অখণ্ড ভারত নিয়ে এই দাবি করেন। এর আগে পুরী বলেছিলেন, ‘জ্যোতিষশাস্ত্রীয় গণনার ভবিষ্যদ্বাণী অনুযায়ী দেখা যাচ্ছে আগামী ২০ থেকে ২৫ বছরেই অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে।’ মোহন ভাগবত পুরীর সেই ভবিষ্যদ্বাণীকে সমর্থন জানান।
মোহন ভাগবত আরও বলেন, ‘ঋষি অরবিন্দ বলেছিলেন যে ভারত আবার জেগে উঠবে কারণ এটাই বাসুদেবের (শ্রী কৃষ্ণ) ইচ্ছে। স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ ভারত নিয়ে যা যা বলেছেন, আমি তা বিশ্বাস করি। আর এটা আমি নিজের গণনার ভিত্তিতে বলছি কোনও জ্যোতিষশাস্ত্রীয় গণনার ভিত্তিতে নয়। তবে আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি যে স্বামী রবীন্দ্র পুরী যা বলেছেন, আমি বিশ্বাস করি তা হবেই।’
আরএসএস প্রধান আরও বলেন, ‘আমরা যেই গতিতে এগোচ্ছি, তাতে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তবে আমরা যদি কঠোর পরিশ্রম করি এবং সবাই সম্মিলিত হয়ে এগিয়ে যাই, তাহলেই এর আর্ধেক সময় আমরা লক্ষ্যে পৌঁছে যাব।’ তিনি আরও বলেন, ‘গীতায় শ্রীকৃষ্ণের কথা আমাদের মনে রাখতে হবে। যারা দুষ্টু তাদের ধ্বংস করতে হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু জাতীয় মানুষকে ভারত স্বাগত জানিয়েছে। যারা ভালো, তাদের একত্রিত করতে হবে। যারা একটু কম ভালো, তাদের শুধরোতে হবে। আর যারা খারাপ, তাদের ধ্বংস করতে হবে। ভারতকে তাহলে নিজের লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারবে না।’