বাংলা নিউজ > ঘরে বাইরে > RSS: 'ঐতিহ্য, সংস্কৃতি, মাতৃভূমির নিরিখে ৯৯ শতাংশ ভারতীয় মুসলিম হলেন...' আরএসএস নেতা যা বললেন

RSS: 'ঐতিহ্য, সংস্কৃতি, মাতৃভূমির নিরিখে ৯৯ শতাংশ ভারতীয় মুসলিম হলেন...' আরএসএস নেতা যা বললেন

আরএসএস দিল বড় বার্তা। প্রতীকী ছবি। (HT File Photo) (HT_PRINT)

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মূলত, আরএসএসের মুসলিম সংগঠন। আর মহারাষ্ট্রের থানেতে তাদেরই একটি অনুষ্ঠানের আয়োজন হয়। নিজের বক্তব্যে ইন্দ্রেশ কুমার বলেন, ‘আমাদের অবশ্যই দেশের প্রতি আমাদের কর্তব্যে অবিচল থাকতে হবে। ’

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের নেতা ইন্দ্রেশ কুমার। তিনি সেই অনুষ্ঠানে বলেন, ‘৯৯ শতাংশ ভারতীয় মুসলিম' বংশক্রমে 'হিন্দুস্তানি’। তিনি বলছেন, সংস্কৃতি, ঐতিহ্য ও মাতৃভূমির নিরিখে এই মুসলিমরা মূলত ভারতীয়।

আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যকে সমর্থন করেই ইন্দ্রেশ কুমারও বলেন যে, সমস্ত ভারতীয়েরই একই ডিএনএ রয়েছে। মোহন ভাগবতের মতে সকল ভারতীয়েরই রয়েছে একই পূর্ব পুরুষ। ইন্দ্রেশ কুমার মূলত, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দুদিন ব্যাপী এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন। উল্লেখ্য, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মূলত, আরএসএসের মুসলিম সংগঠন। আর মহারাষ্ট্রের থানেতে তাদেরই একটি অনুষ্ঠানের আয়োজন হয়। নিজের বক্তব্যে ইন্দ্রেশ কুমার বলেন, ‘আমাদের অবশ্যই দেশের প্রতি আমাদের কর্তব্যে অবিচল থাকতে হবে। ’ তিনি এও বলেন যে, সমস্ত কিছুর ওপর পবিত্র কোরানে যা বলা রয়েছে তা মেনে চলাও উচিত। ইন্দ্রে কুমার বলেন,  ‘৯৯ শতাংশ ভারতীয় মুসলিম ঐতিহ্য, সংস্কৃতি ও মাতৃভূমির নিরিখে হিন্দুস্তানি। ’ এই আরএসএস নেতা এও বলেন যে, আমাদের সকলেরই 'একই ডিএনএ' রয়েছে। 

উল্লেখ্য এই ওয়ার্কশপে দেশের প্রায় ৪০ টি এলাকা থেকে ২৫০ জন সমাজকর্মী একত্রিত হয়েছিলেন। এই সংগঠনের প্রধান ইরফান আলি পিরজাদেও উপস্থিত ছিলেন দুই দিনের কর্মসূচিতে। গত দুই দশক ধরে এমআরএণের পথ চলার কথা তুলে ধরেন আরফান আলি। সাফল্যের সঙ্গে এই সংগঠনের এগিয়ে যাওয়া নিয়েও মুখ খোলেন তিনি। এই সভায় তিনি তুলে ধরেন, তিন তালাক, জম্মু ও কাশ্মীর, অযোধ্যা, গো হত্যা,  সন্ত্রাস ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন