বাংলা নিউজ > ঘরে বাইরে > সশরীরে নয়, দিল্লির পাতিয়ালা কোর্টে ভার্চুয়াল হাজিরা রুজিরার, পরোয়ানার দাবি ED-র

সশরীরে নয়, দিল্লির পাতিয়ালা কোর্টে ভার্চুয়াল হাজিরা রুজিরার, পরোয়ানার দাবি ED-র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা কোর্টে সকালে শুরু হয় কয়লা পাচার কাণ্ড সংক্রান্ত মামলা। সেই সময় ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন রুজিরা।

কয়লা পাচার কাণ্ডে দিল্লির পাতিয়ালা কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি এদিন অনলাইনেই হাজিরা দিলেন আদালতে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ শুনানি শুরু হয় কয়লা পাচার কাণ্ডে। সেই সময় ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন রুজিরা।

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে একাধিকবার তলব করা হয়েছে রুজিরাকে। তবে কোভিডের কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়েছেন অভিষেক পত্নী। হাজিরা এড়ানোর অভিযোগ এনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়। এর পরিপ্রেক্ষিতেই কয়লা কাণ্ডে রুজিরাকে তলব করে পাতিয়ালা হাউস কোর্ট। গত ১৯ সেপ্টেম্বর পাঠানো হয়েছিল সেই সমন।

রুজিরার আইনজীবীর যুক্তি, করোনা আবহে তাঁর পক্ষে কলকাতা ছেড়ে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাঁর দুই সন্তানের উল্লেখও করা হয়। তাই অনলাইন মাধ্যমেই রুজিরাকে হাজির হওয়ার অনুমতির আবেদন চাওয়া হয় আদালতের কাছে।

এদিকে এর প্রেক্ষিতে ইডি-র আইনজীবী পালটা সওয়াল করেন, যে দিন প্রথম সমন জারি হয়, সে দিন রুজিরা দিল্লিতেই ছিলেন। আদালত তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছিল। কিন্তু তিনি আদালতের নির্দেশ মানেননি। এর প্রেক্ষইতে অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারির দাবি করে ইডি।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে ইডির আবেদনের ভিত্তিতে রুজিরাকে সশরীরে উপস্থিত থাকার সমন পাঠানো হয়। এর আগে ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। চলতি মাসেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ইডি। অভিষেক ইডি দফতরে হাজিরা দিলেও তাঁর স্ত্রী হাজিরা দেননি। রুজিরা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে দুই সন্তান রেখে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.