Changes From 1 February: দেখতে দেখতে ২০২৩-এর প্রথম মাস শেষ। ফেব্রুয়ারি শুরু হয়ে গেল। এই ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। এগুলির সরাসরি আপনার পকেটে প্রভাব পড়বে।
১ ফেব্রুয়ারি বাজেটও পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও সেগুলি মূলত নতুন অর্থবর্ষের জন্য নয়া নীতি। ফলে তা ১ এপ্রিল থেকে প্রযোজ্য।
নির্বাচনের আগে এই বাজেট নিয়ে আমজনতার প্রত্যাশা তুঙ্গে। কিন্তু তার আগেই, ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকেই বেশ কিছু বদল আসতে চলেছে, যা সরাসরি আমজনতার পকেটে প্রভাব ফেলবে। আরও পড়ুন: বাজেট পেশ হবে আজ, থাকবে কোনও চমক?
ব্যাঙ্ক অফ বরোদায় ক্রেডিট কার্ড পেমেন্ট
ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডধারীদের জন্য এটি বড় ধাক্কা। ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ব্যাঙ্ক অফ বরোদায় ক্রেডিট কার্ডে একই ক্যালেন্ডার মাসে দ্বিতীয় লেনদেনের ক্ষেত্রে ১% ফি চার্জ করা হবে। অর্থাত্, আপনি যদি আপানা BoB ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০,০০০ টাকা পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার লেনদেনের উপর ১০০ টাকার ফি কাটা হবে।
এর আগে ১ জানুয়ারি থেকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই নিয়মটি চালু হয়েছে।
গাড়ির দাম বাড়াচ্ছে Tata মোটর্স
গত সপ্তাহেই গাড়ির দাম বৃদ্ধির পরিকল্পনা জানায় টাটা মোটর্স। সমস্ত যাত্রীবাহি গাড়ির দামই ১.২% বাড়ানো হচ্ছে। গাড়ি নির্মাণের খরচ, নিয়ন্ত্রক নিয়মের কারণে পরিবর্তন ইত্যাদি কারণেই দাম বাড়ানো হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে বর্ধিত দাম প্রযোজ্য হবে।
পুরনো যানবাহন বন্ধ
১ ফেব্রুয়ারি থেকে নয়ডায় ১৫ বছরের পুরনো পেট্রোল গাড়ি এবং ১০ বছরের পুরনো ডিজেল গাড়ি বাতিল করা হবে। এটি আপাতত নয়ডার বিষয় মনে হতেই পারে। কিন্তু আগামিদিনে এই নিয়ম দেশের সকল প্রান্তে প্রযোজ্য হতে পারে। সেক্ষেত্রে গাড়ি মালিকদের পক্ষে এই নীতির বিষয়ে ওয়াকিবহাল থাকা প্রয়োজন।
কেন্দ্রীয় বাজেট
এদিন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী সাধারণ নির্বাচনের আগে এটিই শেষ কেন্দ্রীয় বাজেট। এদিকে ২০২৩ সাল জুড়ে বিশ্বে মন্দার আবহ থাকবে। এমতাবস্থায় মন্দা মোকাবিলা ও আমজনতাকে খুশি করা, দুই দিকেই নজর দিতে হবে কেন্দ্রকে। ফলে এবারের বাজেট বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, বাজেটে কতটা আশা পূরণ হবে?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup