বাংলা নিউজ > ঘরে বাইরে > Rule Changes from 1st June: ১ জুন থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি! প্রভাব পকেটে

Rule Changes from 1st June: ১ জুন থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি! প্রভাব পকেটে

ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

Rule Change from 1st June: জুন মাসে এমন কিছু পরিবর্তন হতে চলেছে যাতে সরাসরি আপনার পকেটে প্রভাব পড়বে। জুন মাসে এমন কিছু পরিবর্তন হতে চলেছে, যা প্রত্যেক মানুষের জেনে রাখা প্রয়োজন।

Rule Change from 1st June: মে মাস প্রায় শেষের দিকে। আর ৩ দিন পরেই জুন শুরু। প্রতি নতুন মাসের শুরুতেই সাধারণত বেশ কিছু নতুন পরিবর্তন ঘটে। জুন মাসও তার ব্যাতিক্রম নয়। এই মাসে এমন কিছু পরিবর্তন হতে চলেছে, যা আমাদের পকেট এবং মাসিক বাজেটে সরাসরি প্রভাব ফেলবে।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক, আগামী ১ জুন ২০২৩ থেকে, ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে।  আরও পড়ুন: Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপের অভিযোগ, জ্যাকলিনকে বিদেশ যাত্রার অনুমতি দিল আদালত

LPG, CNG এবং PNG-র দাম পরিবর্তিত হতে পারে: প্রতি মাসের শুরুতে সরকার LPG, CNG এবং PNG-র দাম নির্ধারণ করে। এপ্রিল ও মে মাসে সরকারি গ্যাস সংস্থাগুলি পর পর দুইবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। তবে ১৪ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। জুন মাসে সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয় কি না, সেদিকেই তাকিয়ে আমজনতা।

ইলেকট্রিক টু-হুইলার: আগামী ১ জুন থেকে দেশে ইলেকট্রিক টু হুইলারের দাম অনেকটা বেড়ে যাবে। ২১ মে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, ভারী শিল্প মন্ত্রক ইলেকট্রিক টু হুইলারে ভর্তুকি হ্রাস করেছে। আগে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১৫ হাজার টাকা ভর্তুকি ছিল। এখন এটি কমে ১০ হাজার টাকা হয়েছে। এই কারণে, জুন মাস থেকে ইলেকট্রিক টু হুইলার কিনতে ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত খরচ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

১ জুন থেকে ব্যাঙ্ক খুঁজে খুঁজে মানুষের টাকা ফেরত দেবে: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত এটি। দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে থাকা দাবিহীন আমানতের উত্তরাধিকারীদের খুঁজে বের করার জন্য একটি অভিযানের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আগামী ১০০ দিনের মধ্যে দেশের প্রতিটি জেলায় শীর্ষ ১০০টি দাবিহীন আমানত খুঁজে বের করতে এবং সেটি উত্তরাধিকারীদের হাতে তুলে দেবে। এর জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘100 Days 100 Pays’ নামক প্রচারাভিযানের ঘোষণা করেছে। ১ জুন থেকে এটি শুরু হবে। আরও পড়ুন: জানেন কি IPL 2023 এর মোট Prize Money কত? যারা চ্যাম্পিয়ন হবে তারা কত টাকা পাবে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন