Rules changing from 1st September: প্রতি মাসের পয়লা তারিখেই একাধিক নিয়ম পরিবর্তন হয়ে থাকে। সেপ্টেম্বরও ব্যতিক্রম হচ্ছে না। সেপ্টেম্বরের পয়লা তারিখে একাধিক নিয়ম পালটে যাচ্ছে। কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে, তা দেখে নিন -
1/5ব্যাঙ্কে কড়া ব্যবস্থা, PM Kisan-র কাজ - ১ সেপ্টেম্বর থেকে কী কী নিয়ম পালটাবে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) যে গ্রাহকরা গত ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট করেননি, তাঁদের হাতে ৩১ অগস্ট পর্যন্ত সময় ছিল। যদি যাঁরা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, ১ সেপ্টেম্বর থেকে তাঁদের অ্যাকাউন্টের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরির্বতন: প্রতি মাসের পয়লা তারিখে সাধারণত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার) পরিবর্তিত হয়ে থাকে। সেপ্টেম্বরের পয়লা তারিখেও গ্যাসের দাম পরিবর্তন হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার শেষদিন ছিল ৩১ অগস্ট। একাধিকবার মেয়াদ বৃদ্ধির পরে ৩১ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।ই-কেওয়াইসি না করলে কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দ্বাদশ কিস্তির ২,০০০ টাকা ঢুকবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5একাধিক রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বরে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হতে পারে। আপাতত ৩৪ শতাংশ ডিএ পান তাঁরা। যা এবার বেড়ে ৩৮ শতাংশ হতে পারে। মাসের পয়লা দিনেই ডিএ বৃদ্ধি না হলেও চলতি মাসেই ডিএ বাড়তে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)