সিকিমের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসকদল ক্রান্তিকারি মোর্চা (এসকেএম)। আগামী ১ নভেম্বর সিকিমের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। সেই দুটি আসনেই প্রার্থী দিয়েছিল বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ)। মঙ্গলবার দুটি কেন্দ্রেই এসডিএফ-র দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এই আসন দুটিতে আর কোনও বিরোধী দলের প্রার্থী না থাকায় স্বাভাবিকভাবেই দুটি কেন্দ্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসকেএম।
আরও পড়ুন: কাশ্মীরে সংবিধানের জয়, তবে হরিয়ানায় জেতা ম্যাচে হারতেই অজুহাত খোঁজা শুরু রাহুলের
সিকিমের যে দুটি বিধানসভা আসনে উপনির্বাচনের কথা ছিল সেগুলি হল- সোরেং-চাখুং এবং নামচি-সিংহিথাং। সিকিমের মুখ্যমন্ত্রী তথা এসকেএম সভাপতি প্রেম সিং তামাং-এর ছেলে আদিত্য তামাং সোরেং-চাখুং আসনে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে, এই আসন থেকে এসডিএফ-এর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রেম বাহাদুর ভাণ্ডারী। তিনি মনোনয়ন প্রত্যাহার করায় আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আদিত্য।
প্রসঙ্গত, সোরেং-চাখুং আসন থেকে সিএপি সিকিমের প্রার্থী হয়েছিলেন পবিন হ্যাং সুব্বার। তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে মনোনয়নে ত্রুটি থাকায় সেটি বাতিল করে দেয় নির্বাচন কমিশন। একইভাবে নামচি-সিংহিথাং থেকে সিএপি সিকিমের প্রার্থী মহেশ রাই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তাঁর প্রস্তাবকারীর সংখ্যা কম সংখ্যার কারণে মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
প্রেম সিং তামাং-এর ছেলে আদিত্য তামাং সোরেং-চাখুং আসন থেকে ২০১৯ সালে জয়ী হয়েছিলেন। কিন্তু, প্রেম সিং গত এপ্রিলে দুটি আসন থেকে লড়েছিলেন।সোরেং-চাখুং এবং রেনক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। দুটিতেই জয়ী হয়েছিলেন তিনি। এখন তিনি সোরেং-চাখুং আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল।
অন্যদিকে, নামচি-সিংহিথাং আসন থেকে জয়ী হয়েছেন এসকেএম প্রার্থী সতীশ চন্দ্র রাই। এসডিএফ প্রার্থী দানিয়াল রাই এখান থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এপ্রিল মাসে এই আসনে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী কৃষ্ণা কুমারী রাই। তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিল।
প্রসঙ্গত, ৩২ টি আসন বিশিষ্ট সিকিম বিধানসভায় শাসকদল জয়ী হয়েছিল ৩১ টি আসনে। শুধু মাত্র একটিতে জয়ী হয়েছিল এসডিএফ। পরে এসডিএফ বিধায়ক এসকেএম-এ যোগ দেন। ফলে সিকিম বিধানসভা একেবারে বিরোধীশূন্য রইল। মনোনয়ন প্রত্যাহার করার বিষয়ে এসডিএফ জানিয়েছে, এত তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তবে এসকেএমের মতে, প্রেম ভাণ্ডারী অদূর ভবিষ্যতে সোরেং চাকুং-এর উন্নয়নের জন্য তাদের সঙ্গে যোগ দিতে চান।