বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia Attacks with Missile: শতাধিক মিসাইল নিয়ে ইউক্রেনের শহরগুলিতে হামলা রাশিয়ার! কেঁপে উঠল কিয়েভ সমেত বহু এলাকা

Russia Attacks with Missile: শতাধিক মিসাইল নিয়ে ইউক্রেনের শহরগুলিতে হামলা রাশিয়ার! কেঁপে উঠল কিয়েভ সমেত বহু এলাকা

ইউক্রেনের শহরগুলির দিকে রাশিয়ার মিসাইল তাক। (Photo by Sergei SUPINSKY / AFP) (AFP)

ইউক্রেনের নানান জায়গায় বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। বড়দিনের মরশুমে ফের নতুন করে যুদ্ধের অন্ধকারে ইউক্রেনের একাধিক শহর। স্রোতের বেগে তেড়ে এসেছে রুশ মিসাইল। এদিকে, মস্কো বারবার দাবি করছে যে তারা নাগরিক হত্যা করছে না। তবে বিভিন্ন প্রমাণ তুলে ধরে সেই দাবিকে নস্যাৎ করছে কিয়েভ। ইউক্রেনের দাবি, সেদেশ জুড়ে কেবলই রক্তলীলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইউক্রেন। ক্রমাগত রুশ হামলার মুখে এদিনও নতুন করে পড়েছে কিয়েভ। ইউক্রেনের শহরগুলিকে লক্ষ্য করে শতাধিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বহু শহরে সেই হামলা ঘিরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ইউক্রেনের মায়োকোলেভ এলাকার প্রধান ওলেক্সি অ্যারেস্টোভিচ জানিয়েছেন, ‘আকাশসীমায় ভয়ঙ্কর হামলা হয়েছে, ১০০ এরও বেশি স্রোত দেখা গিয়েছে।’ ওড়েসা, কিয়েভ, জিতেমির সমেত একাধিক জায়গায় এই মিসাইল হামলা হয়েছে ইউক্রেনে। ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এলাকাজুড়ে। ইউক্রেনের নানান জায়গায় বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। ফলে বড়দিনের মরশুমে ফের নতুন করে যুদ্ধের অন্ধকারে ইউক্রেনের একাধিক শহর। স্রোতের বেগে তেড়ে এসেছে রুশ মিসাইল। উল্লেখ্য, এই ঘটনার আগে ক্রেমলিনের তরফে বারবার দাবি করা হয়েছে, যাতে গোটা বিশ্ব বিশেষত পশ্চিমি বিশ্ব ও ইউক্রেন মেনে নেয় যে, সেদেশ থেকে রাশিয়ার দখলে থাকা ৪ টি এলাকা রুশ শাসনের অধীনেই থাকবে। সেই এলাকা পুতিন শাসিত রাশিয়ার বলে দাবি করার বিষয়ে ইউক্রেনের কাছে প্রস্তাব দেয় রাশিয়া। আর এই মর্মে ইউক্রেন সহমত হলেই তবে শান্তি বার্তা নিয়ে আলোচনা হবে বলে জানাচ্ছে মস্কো। এই পরিস্থিতিতে নতুন করে কিয়েভ সমেত নানান ইউক্রেনের শহরের বুকে মিসাইল হামলার জেরে ফের নতুন করে প্রাণনাশ ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা উঠে আসছে।

এদিকে, মস্কো বারবার দাবি করছে যে তারা নাগরিক হত্যা করছে না। তবে বিভিন্ন প্রমাণ তুলে ধরে সেই দাবিকে নস্যাৎ করছে কিয়েভ। ইউক্রেনের দাবি, সেদেশ জুড়ে কেবলই রক্তলীলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে, আমেরিকা সমেত বিভিন্ন দেশ থেকে ইউক্রেনের জন্য আসছে নানান যুদ্ধ সাহায্য। সেই মর্মেও পুতিনের রাশিয়া ক্ষোভ লুকিয়ে রাখতে পারেনি। সদ্য রাশিয়ার এক ভিডিয়োতে পরমাণু বোমা নিয়ে প্রস্তুতির ছবি উঠে আসে। আর তা নিয়েও চাঞ্চল্য তৈরি হয়।   

 

 

 

 

 

 

 

বন্ধ করুন