বাংলা নিউজ > ঘরে বাইরে > Vladimir Putin Assassination attempt :পুতিনকে হত্যার অভিসন্ধি! ক্রেমলিনে ড্রোন হামলা নিয়ে রাশিয়া দুষল ইউক্রেনকে

Vladimir Putin Assassination attempt :পুতিনকে হত্যার অভিসন্ধি! ক্রেমলিনে ড্রোন হামলা নিয়ে রাশিয়া দুষল ইউক্রেনকে

ক্রেমলিনে ড্রোন হামলা।

ড্রোন হামলায়, রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার ছক কষা হয়েছিল বলে দাবি করেছে মস্কো। সদ্য ক্রেমলিনে দুটি ড্রোন হামলামুখী হয়। তবে তাদের পরে গুঁড়িয়ে দেওয়া হয়। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগে এবার ইউক্রেনকে কাঠগড়ায় দাঁড় করাল মস্কো। সদ্য ক্রেমলিনে একটি ড্রোন স্ট্রাইকের চেষ্ হয়েছে। সেই ড্রোন হামলায়, রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার ছক কষা হয়েছিল বলে দাবি করেছে মস্কো।

উল্লেখ্য, রাশিয়া দাবি করেছে, তারা ২ টি ড্রোনকে মুহূর্তে গুলি করে নামিয়ে দিয়েছে। তার আগে ওই দুটি ড্রোন রাশিয়ার বুকে ক্রেমলিনে হামলা চালানোর উদ্দেশে যাচ্ছিল। গোটা ঘটনার নেপথ্য়ে ইউক্রেন রয়েছে বলে দাবি মস্কোর। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করে ইউক্রেনকে। তারপর থেকে রুশ আগ্রাসন ঘিরে রক্তস্নাত হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে ইউক্রেন। এরপর বহুবার ভ্লাদিমির পুতিনকে হত্যার ছক কষার ঘটনা উঠে আসে। নানান খবরে জানা যায়, অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রুশ রাষ্ট্রনেতা। তবে তা নিয়ে অফিশিয়াল তথ্য মস্কো সেভাবে সামনে আনেনি। ১৪ মাসের রুশ বনাম ইউক্রেন যুদ্ধে রাশিয়া, ‘পাল্টা হামলা’ থেকে এখনও বিরত রয়েছে বলে মস্কো জানিয়েছে এই ড্রোন হামলার ঘটনার প্রেক্ষিতে। রাশিয়া জানাচ্ছে, যে হামলা চালানোর চেষ্টা হয়েছে, তাতে রাশিয়ার প্রেসিডেন্টের গায়ে কোনও আঁচও লাগেনি। এছাড়াও, ক্রেমলিন বিল্ডিংয়ে কোনও ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। রাশিয়ার অভিযোগ, ‘এই হামলা একটি পরিকল্পিত জঙ্গি হামলা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা।’

( বিয়ান্ত হত্যাকাণ্ডে বলবন্তের ফাঁসির সাজা কমানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে)

ক্রেমলিনের তরফে এক বক্তব্যে জানানো হয়েছে, ওই ড্রোন ‘ক্রেমলিনকে টার্গেট করে ছিল। কোনও একটি পদক্ষেপে ওই ডিভাইস নিক্ষেপ করা হয়।’ এদিকে, ইউক্রেন সাফ জানিয়েছে, ক্রেমলিন হামলা নিয়ে তাদের ‘কোনও যোগ নেই’। এই হামলা নিয়ে একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে। যে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেখানে দেখা যাচ্ছে, একটি ড্রোন ক্রেমলিনের মাথার উপর আসতেই তা গুলিতে ভস্মিভূত হয়। তারপর জ্বলে ওঠে আগুন। রাশিয়ার রাষ্ট্রপতিভবনের ডুমের মাথায় ওই অগ্নিকাণ্ড দেখা যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন