বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine minister killed in Helicopter Crash: কিন্ডারগার্টেনে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ইউক্রেনের মন্ত্রী, ২ শিশুসহ ১৬

Ukraine minister killed in Helicopter Crash: কিন্ডারগার্টেনে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ইউক্রেনের মন্ত্রী, ২ শিশুসহ ১৬

হেলিকপ্টার ভেঙে পড়ায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি নিহত হয়েছেন বলে জানাল আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি।

হেলিকপ্টার ভেঙে পড়ায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি নিহত হয়েছেন বলে জানাল আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি। জানা গিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু দূরে অবস্থিত একটি শহরে এক কিন্ডাগার্টেন পাশে এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

হেলিকপ্টার ভেঙে পড়ায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি নিহত হয়েছেন বলে জানাল আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি। জানা গিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু দূরে অবস্থিত একটি শহরে এক কিন্ডাগার্টেন পাশে এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। হেলিকপ্টার ভেঙে পড়ার জেরে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাট ইউক্রেনের মন্ত্রীর পাশাপাশি আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে, তাতে মোট ৯ জন ছিলেন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তারা ছিলেন সেই হেলকপ্টারে। তারা সবাই মারা গিয়েছেন। এদিকে কিন্ডাগার্টেনের দুই শিশুও নিহত হয়েছে ঘটনায়। হাসপাতালে আরও ১০ জন শিশু ভরতি রয়েছে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: কয়েকশো কোটির মোহ ত্যাগ, মাত্র আট বছর বয়সে সন্ন্যাস গ্রহণ হীরে ব্যবসায়ীর কন্যার!)

কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ব্রোভারি শহরে একটি কিন্ডারগার্টেন এবং একটি আবাসিক ভবনের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। হেলিকপ্টারটি যখন ভেঙে পড়ে, তখন কিন্ডারগার্টেনে শিশু ও কর্মচারীরা ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার ভেঙে পড়ার জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গায়টি। একটি জ্বলন্ত বিল্ডিং দেখা যায় ভিডিয়োতে। অনেক লোকজনের চিৎকার শোনা যায়।

আরও পড়ুন: বছর ৭১-এর বৃদ্ধকে রাস্তায় ছেঁছড়ে নিয়ে যাচ্ছে স্কুটার, ভাইরাল হাড়হিম ভিডিয়ো

এদিকে এভাবে হেলিকপ্টারটি কেন ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড কিরিলো টাইমোশেঙ্কো বলেন, আমরা হতাহত ও পরিস্থিতি সম্পর্কে তথ্য খুঁজে বের করছি। ঘটনা প্রসঙ্গে রাশিয়ার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। জাতীয় পুলিশের প্রধান ইগর ক্লাইমেনকো বলেছেন, এখনও পর্যন্ত ১৬ জন মারা গিয়েছে এই ঘটনায়। নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি আছে। তিনি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন