বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia-Ukraine War: মেলিটোপোলের মেয়রকে অপহরণের অভিযোগ ইউক্রেনের, কিয়েভের ঢিল ছোড়া দূরত্বে রাশিয়া

Russia-Ukraine War: মেলিটোপোলের মেয়রকে অপহরণের অভিযোগ ইউক্রেনের, কিয়েভের ঢিল ছোড়া দূরত্বে রাশিয়া

কিয়েভের রাস্তায় গাড়িতে বুলেটের দাগ। পাশে বসে পুতুল। (ছবি সৌজন্যে এএফপি)

বর্তমান পরিস্থিতিকে ‘সন্ধিক্ষণ' বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷

ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছেন রাশিয়ান সেনা৷ বার্তা সংস্থাগুলি জানিয়েছে, রাশিয়ান সেনাদের বহর রাজধানী কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে৷

তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের মাঝেই হামলা অব্যাহত রেখেছে রাশিয়া৷ সেনাদের বেশ কয়েকটি বহর রাজধানীর দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি শনিবার রাতে ইউক্রেনের খারকিভ, সুমি ও মারিউপোল-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া৷

বর্তমান পরিস্থিতিকে ‘সন্ধিক্ষণ' বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে রাশিয়ান সেনাবাহিনীর একটি বড় বহর দেখা গিয়েছে৷ ইউক্রেনের পালটা হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি এড়াতে এমন বহরকে সামনে নিয়ে আসা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের৷

সংবাদমাধ্যমগুলে জানায়, শনিবার ভোররাতে রাশিয়ান সৈন্যদের কিয়েভ অভিমুখে অভিযান জোরদার করে৷ সেইসময় রাজধানীর আশেপাশের বিভিন্ন জায়গায় রাশিয়ান সেনাদের গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে৷

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ভোররাতে কিয়েভের উত্তর-পূর্বে ব্রোভারি জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে হিমায়িত পণ্যের একটি গুদামে আগুন লেগে যায়৷ তাছাড়া রাজধানীর দক্ষিণে অবস্থিত একটি ইউক্রেনের একটি সামরিক প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে রাশিয়া৷ তাছাড়া দেশটির বন্দরনগরী মারিউপলের একটি প্রাচীন মসজিদেও হামলা চালিয়েছে রাশিয়ান সেনা৷ মসজিদটিতে শিশু-সহ প্রায় ৮০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে৷

মেয়রকে অপহরণের অভিযোগ

তার আগে ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে রাশিয়ার সেনা অপহরণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের৷ মেয়রের মুক্তির দাবি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘মেয়রের অপহরণের ঘটনায় রাশিয়ার দুর্বলতা প্রকাশ পেয়েছে৷ আর এটি কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। বরং একটি জনগোষ্ঠীর উপর চালানো অপরাধ৷ এটি গণতন্ত্রের উপর চালানো অপরাধ৷' উল্লেখ্য, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের এই শহরটি হামলা শুরুর প্রথম দিকেই দখলে নেয় রুশ সেনা৷

যুদ্ধবিরতির আহ্বান

এদিকে রাশিয়ার হামলার পর বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে আটকে পড়া সাধারণ মানুষকে নিরাপদে বেরিয়ে যেতে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন৷ দেশটির রাজধানী কিয়েভ, মারিউপোল, সুমি-সহ অন্যান্য শহরগুলি থেকে সাধারণ মানুষকে বেরিয়ে যাওয়া সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানান উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক৷

শনিবার মারিউপলে যুদ্ধবিরতির মাধ্যমে সেখানকার সাধারণ মানুষকে বেরিয়ে যেতে করিডর তৈরি করার কথা রয়েছে৷ ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, ‘আমি আশা করি মানবিক করিডোরগুলি খুলে দেওয়া হবে৷ রাশিয়ার সৈন্যরা যুদ্ধবিরতি মেনে সাধারণ মানুষকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে৷’

‘ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত'

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর একে একে দেশটির বিভিন্ন শহরের অবরোধ ও দখল করে রাশিয়ান সেনা৷ শনিবার ভোররাতের পর রাশিয়ান স্থলবাহিনী রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে আসে৷ রাজধানীর খুব কাছে রাশিয়ান সেনাবাহিনীর উপস্থিতির প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সন্ধিক্ষণে উপনীত হয়েছে৷’

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বন্ধ করুন