সকাল থেকেই ইউক্রেনের খারকিভে চলছে গোলাবর্ষণ। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিয়ো। তাতে দাবি করা হয়েছে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে খারকিভের একটি ভবনে। তারপরই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী, মধ্য খারকিভের ফ্রিডম স্কোয়ারের একটি ভবনে 'এয়ার স্ট্রাইক' চালিয়েছে রাশিয়া। যে আক্রমণ সম্ভবত সরকারি ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছিল। সেই ঘটনার যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, ভবনের দিকে একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে। তারপর বড়সড় বিস্ফোরণ হল। পুরো আগুন জ্বলে উঠল। যে ভবনটি সম্ভবত সরকারি কোনও কার্যালয় বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেনের তরফে দাবি করা হতে থাকে, কিয়েভের উত্তরে এবং খারকিভ ও চেরনিহিভের আশেপাশে বোমা বর্ষণের মাত্রাও বাড়িয়েছে রাশিয়া। খারকিভে গোলাবর্ষণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। যেখানে প্রচুর ভারতীয় পড়ুয়া আছেন। দুপুরের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়, এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর সেই খবর নিশ্চিত করে ভারতীয় বিদেশ মন্ত্রক।
দুপুর তিনটে নাগাদ একটি টুইটবার্তায় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সঙ্গে তিনি বলেছেন, 'খারকিভ-সহ যে সব জায়গায় সংঘাত হচ্ছে, সেখানকার ভারতীয়দেের দ্রুত সুরক্ষিতভাবে যেতে দেওয়ার দাবি আরও জোরালোভাবে জানানোর জন্য রাশিয়া এবং ইউক্রেনের দূতকে তলব করেছেন বিদেশসচিব। রাশিয়া এবং ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই পদক্ষেপ করেছেন।'