ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আমেরিকান সাংবাদিকের। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। ওই সংবাদসংস্থার প্রতিনিধি সাংবাদিকের মৃতদেহ দেখেছেন বলেও জানানো হয়েছে।
ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্সের হয়ে কাজ করছেন, এমন এক সার্জেন ড্যানিলো শাপোভালোভকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মার্কিন সাংবাদিকের। অপর একজনের চিকিৎসা করছেন। কিয়েভের উত্তর-পশ্চিম শহরতলির ইরপিনে সেই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।
তারইমধ্যে রবিবার ইউক্রেন দাবি করেছে, প্রতিবেশী পোল্যান্ডের নিকটবর্তী লভিভ শহরে অবস্থিত ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া৷ হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। লভিভ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাশিয়ার ফৌজিরা ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি নামে একটি সেনা প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে৷ শহরটির মেয়র আনদ্রি সাদোভি জানান, এ ঘটনায় ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন৷
জানা গিয়েছে, এই কেন্দ্রটিতে ইউক্রেনের ফৌজিরা বিদেশি প্রশিক্ষকদের হাতে প্রশিক্ষণ নিতেন৷ তাছাড়া এটি ছিল ন্যাটো ও ইউক্রেনের ফৌজিদের যৌথ মহড়াকেন্দ্র৷ হামলার সময় সেখানে কোনও বিদেশি সেনা বা ন্যাটোর সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন কিনা, তা জানা যায়নি৷ অবশ্য ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু আগেই বিদেশি ফৌজিরা দেশ ত্যাগ করেছিলেন৷ প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, কৃষ্ণ সাগরের আকাশে ওড়া রাশিয়ান বিমান থেকে প্রশিক্ষণকেন্দ্রটি লক্ষ্য করে প্রায় ৩০টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়৷ এর মধ্যে দুটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয় ইউক্রেনের ফৌজিরা৷