ক্রমেই প্রতিরক্ষাক্ষেত্রে উন্নত হচ্ছে ভারত। এবার রাশিয়ায় তৈরি মিসাইল সম্বলিত যুদ্ধজাহাজ আসছে ভারতে। এই মাসের শেষের দিকেই রাশিয়ার সেই যুদ্ধ জাহাজ পেয়ে যাবে ভারত। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে কিছু সমস্যা তৈরি হচ্ছিল। ডেলিভারিতে কিছুটা দেরি হয়ে যাচ্ছিল। তবে এবার যুদ্ধ জাহাজ আসবে শীঘ্রই।
তবে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ২০২৬ পর্যন্ত ডেলিভারির ক্ষেত্রে দেরি হবে। আর অন্যদিকে নিউক্লিয়ার চালিত সাবমেরিন পৌঁছতে সেই ২০২৮ সাল লেগে যেতে পারে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভারতের হাতে শীঘ্রই এই যুদ্ধজাহাজ তুলে দেওয়া হবে। সূত্রের খবর, তমাল বলে দ্বিতীয় জাহাজটি সামনের বছর দেওয়া হবে। দুটি যুদ্ধ জাহাজই একেবারে অস্ত্র সম্ভারে ভর্তি। সেখানে ব্রহ্মস মিসাইলও যু্ক্ত থাকছে। একাধিক মিশনে নামানোর জন্য নানা ধরনের সেন্সল থাকছে।
গত ২০১৮ সালের অক্টোবর মাসে ভারতের সঙ্গে রাশিয়ার একটা চুক্তি হয়েছিল। চারটি এই ধরনের যুদ্ধ জাহাজ রাশিয়ার কাছ থেকে নেওয়া হবে বলে কথা হয়েছিল। প্রথম দুটি জাহাজের জন্য ৮০০০ কোটি টাকায় কথা হয়েছিল। বাকি দুটি জাহাজ তৈরি করা হচ্ছে গোয়া শিপইয়ার্ডে।