রাশিয়ার বিয়ারের ক্যানে মহাত্মা গান্ধীর ছবি এবং সই। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। অবশেষে বিতর্কের মুখে পড়তেই প্রতিক্রিয়া জানাল সংস্থাটি। রাশিয়ার মদ প্রস্তুতাকারী সংস্থা ‘ব্রিউয়ারি রিওয়ার্ট’ এর জন্য ক্ষমা চেয়েছে। একটি সংবাদমাধ্যমকে লিখিত জবাবে ক্ষমা চেয়ে সংস্থাটি জানিয়েছে, কাউকে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না।
আরও পড়ুন: কমে গেল মদের দাম, আজ থেকে Rum, Whiskey ও Beer কিনতে কত টাকা লাগবে? দেখুন তালিকা
বিয়ারের ক্যানে মহাত্মা গান্ধীর ছবি এবং সই যুক্ত বিষয়টি সামনে এনেছিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীর নাতি তথা রাজনীতিবিদ সুপর্ণ শতপথী। গত ১৩ ফেব্রুয়ারি দুটি বিয়ারের ক্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এবিষয়ে রাশিয়ার মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ভারত সরকারকে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন সুপর্ণ। সোশ্যাল মাধ্যমে তিনি এই ছবি শেয়ার করার পরেই ব্যাপক ভাইরাল হয়।
তা নিয়ে বিতর্ক শুরু হতেই সংবাদমাধ্যম এনডিটিভিকে রাশিয়ার মদ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, যে এটি এক বছর আগেকার ক্যান ছিল। এর জন্য ক্ষমা চেয়েছে। তারা বলেছে, কাউকে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এই পদক্ষেপ করেছিল। সংস্থাটি বলেছে, ‘মহাত্মা গান্ধী এমন একজন মানুষ ছিলেন যাকে আমরা প্রশংসা করি এবং তাঁর ভালো কাজ এবং সৎকর্মের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।’ সংস্কার তরফে আরও দাবি করা হয়েছে, এক বছর আগে ভারতীয় দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করার পর তারা ক্যান থেকে এই ছবি সরিয়ে নিয়েছিল। ফলে যে ক্যানে মহাত্মা গান্ধীর ছবি এবং সই পাওয়া গিয়েছে সেটি পুরনো বলে দাবি করেছে সংস্থাটি। সংস্থার তরফে আরও বলা হয়েছে, ‘ভারতের বন্ধুসুলভ মানুষের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমরা কোনওভাবেই কাউকে অসন্তুষ্ট করতে চাইনি।’
উল্লেখ্য, এই ছবির সামনে আসতেই তুমুল সমালোচনায় সরব হন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এটা ভয়ানক।’ আর একজন লিখেছেন, ‘এটা খারাপ, জাতির জনককে অসম্মান করা কারও উচিত নয়।’ উল্লেখ্য, মহাত্মা গান্ধীর ছবির অপব্যবহার এই প্রথম নয়। ২০১৯ সালে ইজরায়েলের একটি কোম্পানি মদের বোতলে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করেছিল।