বাংলা নিউজ > ঘরে বাইরে > Nuclear War: ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার হবেই তৃতীয় বিশ্বযুদ্ধ’, চরম বার্তা রুশ বিদেশমন্ত্রীর

Nuclear War: ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার হবেই তৃতীয় বিশ্বযুদ্ধ’, চরম বার্তা রুশ বিদেশমন্ত্রীর

‘পারমাণবিক অস্ত্র ব্যবহার হবেই তৃতীয় বিশ্বযুদ্ধ’, চরম বার্তা রুশ বিদেশমন্ত্রীর (REUTERS)

Third World War: রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় তবে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবেই।

সাতদিন আগে ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া। অনেক বিশ্লেষকের আশঙ্কা, এই যুদ্ধই পরিণত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। এদিকে এই আতঙ্কের মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের দেশের পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন। যা নিয়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার চরম বার্তা দিলেন রুশ বিদেশমন্ত্রী। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় তবে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবেই।

এদিন ল্যাভরভ বলেন যে রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু এই আবহে যদি কিয়েভ পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে ‘প্রকৃত বিপদের’ মুখোমুখি হতে হবে সবাইকে।

এদিকে আজই ইউক্রেনে প্রথম বড় সাফল্য পেল রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের দক্ষিণে অবস্থিত খেরসন বন্দর শহরটি এদিন পুরোপুরি দখল করে নেয় রাশিয়ার সেনা। এই পরিস্থিতিতে আবার ইউরোপীয় ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, আমেরিকার মতো দেশ ইউক্রেনকে সামরিক সাহায্য করার বার্তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন তো যুদ্ধবিমান পর্যন্ত দেওয়ার প্রতিজ্ঞা করেছে। এই আবহে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে দূরত্ব আরও বাড়ছে। আন্তর্জাতিক মহলে রাশিয়াকে বারবার তোপ দাগছে পশ্চিমা দেশগুলিও। বিভিন্ন ধরনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুতিনের দেশের উপর। এহেন পরিস্থিতিতে ইউক্রেনের দক্ষিণে ওডেসার উপরও আজ হামলা শুরু করেছে রাশিয়া। কিয়েভেও হামলা আরও জোরদার করেছএ রুশ বাহিনী। খারকিভে লাগাতার বোমা বর্ষণ চলছে। এই সবকিছু মিলিয়ে ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে পড়ছে ইউরোপ। আর তাই আরও প্রবল হচ্ছে রাশিয়া বনাম পশ্চিমা বিশ্বের যুদ্ধের সম্ভাবনা।

বন্ধ করুন