বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine War: ইউক্রেন যুদ্ধে আরও আগ্রাসী ভ্লাদিমির পুতিন, রুশ সেনাদের দিলেন বিশেষ নির্দেশ

Ukraine War: ইউক্রেন যুদ্ধে আরও আগ্রাসী ভ্লাদিমির পুতিন, রুশ সেনাদের দিলেন বিশেষ নির্দেশ

রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  (AP)

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক বৈঠকে পুতিনকে বলেন যে এখন লুগানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে রুশ বাহিনীর কাছে। এই আবহে পুতিন প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে বলেছেন যে সেখানে নিযুক্ত সেনারা যাতে অবশ্যই তাদের অভিযান চালিয়ে যায়।

ডনবাস অঞ্চলে কৌশলগত ভাবে অন্যতম গুরুত্বপূর্ণ শহর লাইসিচানস্ক ইতিমধ্যেই দখল করেছে রাশিয়া। এরপরই রুশ সেনাদের যুদ্ধে আরও আগ্রাসী হতে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক বৈঠকে পুতিনকে বলেন যে এখন লুগানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে রুশ বাহিনীর কাছে। এই আবহে পুতিন প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে বলেছেন যে সেখানে নিযুক্ত সেনারা যাতে অবশ্যই তাদের অভিযান চালিয়ে যায়।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীকে পুতিন বলেন, ‘পূর্ব গ্রুপ এবং পশ্চিম গ্রুপ সহ সামরিক ইউনিটগুলিকে পূর্বে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী তাদের অপারেশন চালিয়ে যেতে হবে। লুগানস্কে যেভাবে চলে এসেছে তাতে আমি আশা করি এই অপারেশন তাদের পক্ষেই যাবে।’ এর আগে ইউক্রেনের সেনাবাহিনী রবিবার বলে যে তারা তাদের সৈন্যদের জীবন রক্ষা করতে লাইসিচানস্ক থেকে পিছু হটছে। ইউক্রেনীয় সেনারা সেখানে রাশিয়ান বাহিনীর তুলনায় অনেক দুর্বল অবস্থায় ছিল।

এই আবহে সোমবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘শত্রুপক্ষ সুমি অঞ্চলের সীমান্ত এলাকা, খারকিভ শহর এবং ডনবাস অঞ্চলে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আমাদের তাদের ভাঙতে হবে। এটি একটি কঠিন কাজ, এর জন্য সময় এবং অতিমানবীয় প্রচেষ্টা প্রয়োজন। কিন্তু আমাদের সামনে অন্য কোনও বিকল্প নেই।’ এদিকে ইউক্রেনের সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধে এখনও পর্যন্ত যা ক্ষতি হয়েছে, সেই আবহে দেশের পুনর্গঠনের জন্য এখই সাড়ে সাতশো বিলিয়ন ডলার লাগবে। রাশিয়ার অলিগার্কদের বাজেয়াপ্ত সম্পত্তি ব্যবহার করে এই পুনর্গঠনের পরিকল্পনা করছে ইউক্রেন।    

বন্ধ করুন