এলজিবিটিকিউ সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি রাশিয়ায়। গত ডিসেম্বর মাসে একটি নতুন আইন পাশ হয়েছে রাশিয়ায়। সেখানে বিষম লিঙ্গের বিয়েকেই একমাত্র 'স্বাভাবিক' বিষয় বলে জানানো হয়েছে। সমলিঙ্গের প্রেম, বিয়ে সমস্ত কিছুর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সম্প্রতি সমলিঙ্গের ওপর সহানুভূতিশীল বই, সিনেমা, শিল্পের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার সরকার।
সরকার জানিয়েছে, কোনও বই যদি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। বিক্রি করা যাবে না। যে সমস্ত সিনেমায় সমলিঙ্গকে সমর্থন করা হয়েছে, তা রাশিয়ায় নিষিদ্ধ। শুধু তা-ই নয়, সোশ্যাল নেটওয়ার্কে কেউ যদি সমলিঙ্গের সমর্থনে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। অর্থাৎ, সমলিঙ্গ প্রসঙ্গে কোনও আলোচনাই করা যাবে না। আইন করে এই সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে। সূত্রের খবর, বহু রাশিয়ান রুবল পর্যন্ত জরিমানা হতে পারে।
রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব প্রায় সারা দেশেই পড়েছে। দুর্বল ইউক্রেনের পাশে দাঁড়াতে চেয়েছে অনেক দেশ। জার্মানি ইতিমধ্যেই ইউক্রেনকে নানা ভাবে সাহায্য করেছে। এবার আমেরিকা থেকে ড্রোন দুটি পেলে কৌশলগত ভাবে আরও শক্তিশালী হবে ইউক্রেন। ড্রোন দুটি যুদ্ধে প্রভাব ফেলবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্য একটি রেগুলেশন তৈরি করা হচ্ছে বলে রাশিয়ার একাধিক সংবাদপত্র রিপোর্ট প্রকাশ করেছে। রাশিয়ার এই নতুন আইনকে অনেকেই কালা কানুন বলে ব্যাখ্যা করছেন। দেশের ভিতর এবং বাইরে এ নিয়ে নিন্দা শুরু হয়েছে। অনেকেই এর প্রতিবাদ করেছেন। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, যেভাবে সরকার এই আইন জারি করেছে, তাতে কোনও প্রতিবাদেই বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না।
(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)