বাংলা নিউজ > ঘরে বাইরে > Vladimir Putin: ইউক্রেন আক্রমণ থেকে নয়া পরমাণু নীতি, প্রেসিডেন্ট পুতিন যেন রাশিয়ার আধুনিক ‘জার’!

Vladimir Putin: ইউক্রেন আক্রমণ থেকে নয়া পরমাণু নীতি, প্রেসিডেন্ট পুতিন যেন রাশিয়ার আধুনিক ‘জার’!

ভ্লাদমির পুতিন (ফাইল ছবি)

আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেরই বক্তব্য, বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্য়ে যে যুদ্ধ চলছে, তা আদতে শুরুই হত না, যদি না পুতিন রাশিয়ার মসনদে থাকতেন। আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শত্রুতা নতুন কিছু নয়। কারণ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্য়াটো ইউক্রেনকে পছন্দ করলেও রাশিয়া তাদের বরাবরের শত্রু।

গত পাঁচ বছরে সারা বিশ্বে ঘটে যাওয়া আন্তর্জাতিক ঘটনাগুলির মধ্য়ে যেগুলির তাৎপর্য সবথেকে বেশি, নিঃসন্দেহে তার মধ্য়ে অন্যতম হল - ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। যা এখনও বিদ্যমান! আর এই যুদ্ধের প্রসঙ্গ উঠলে, যাঁর কথা অনিবার্যভাবে বলতেই হয়, তিনি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ গুপ্তচর সংস্থা কেজিবি-র হয়ে একটা সময় কাজ করতেন পুতিন। সেই প্রাক্তন গুপ্তচর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পদে বসেন ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। তারপর প্রায় ২৫ বছর কাটতে চলল। পুতিনের আসন কেউ টলাতে পারেনি। কখনও তিনি প্রেসিডেন্ট হয়ে দেশ শাসন করেছেন, আবার কখনও শাসনভার চালিয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে। কিন্তু, দিন শেষে তিনিই হয়ে উঠেছেন গোটা দেশের শেষ কথা!

বস্তুত, ওয়াকিবহাল মহলের একাংশ মনে করে, যে পুতিন একদিন গণতন্ত্র রক্ষার বাণী আউড়ে রাশিয়ার মসনদে বসেছিলেন, আজ তিনি কার্যত রাশিয়ার একজন আধুনিক 'জার'-এ পরিণত হয়েছেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেরই বক্তব্য, বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্য়ে যে যুদ্ধ চলছে, তা আদতে শুরুই হত না, যদি না পুতিন রাশিয়ার মসনদে থাকতেন। আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শত্রুতা নতুন কিছু নয়। কারণ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্য়াটো ইউক্রেনকে পছন্দ করলেও রাশিয়া তাদের বরাবরের শত্রু।

এমতাবস্থায় একদিকে যখন আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ইজরায়েল প্রভৃতি দেশ জোট বাঁধছে, উলটোদিকে তখন রাশিয়া, চিন, সিরিয়া (বাশারের আমলে), উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব বাড়ছে। অনেকেই বলেন, এই প্রেক্ষাপটে ইউক্রেনের ভূমি দখল করে আসলে আমেরিকা ও তার বন্ধুদেরই বেঁধে রাখতে চেয়েছে রাশিয়া। সেই কারণেই আগ্রাসন, সেই কারণেই যুদ্ধ। যার সূত্রপাত ঘটে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি।

কিন্তু, ওয়াকিবহাল মহলের একাংশ বলেন, এক্ষেত্রে একটা বিষয় হয়তো পুতিনের হিসাবের মধ্যে ছিল না। সম্ভবত, রুশ রাষ্ট্রপ্রধান ভাবতেও পারেননি ইউক্রেনের সেনা ও আমজনতা তাঁর বাহিনীকে যোগ্য জবাব দেবে।

ঘটনা হল, যুদ্ধের ফলে প্রাণহানি, সম্পদহানি তো ঘটছেই। তার থেকেও বড় কথা, সারা বিশ্বের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়েছে। পশ্চিমী দুনিয়া আগাগোড়া এই ঘটনাকে রাশিয়া বা আরও নির্দিষ্টভাবে বললে পুতিনের আগ্রাসন হিসাবেই দেখেছে। রাশিয়ার উপর অসংখ্য বিধিনিষেধ চাপানো হয়েছে। এমনকী, এই প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে তেল কিনে ভারতকে পর্যন্ত একাধিকবার প্রশ্নের মুখ পড়তে হয়েছে।

এই পরিস্থিতির জন্য বিশ্বের অধিকাংশই দেশই পুতিনকে দায়ী করছে। যদিও পুতিন তাতে দমবার পাত্র নন। তিনি রাশিয়ার বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে এই সময়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত করেছেন। উপরন্তু, রুশ পরমাণু নীতিতে বিরাট বদল এনেছেন। অভিযোগ, এর মাধ্যমে এমন এক পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন পুতিন, যাতে নানা অজুহাতে চাইলেই যেকোনও দেশের উপর পরমাণু হামলা করা যায়। যদিও ক্রেমলিন তা মানতে নারাজ।

আর এই প্রেক্ষাপটেই লাইম লাইটে চলে এসেছেন আরও একজন, যাঁর কথা না বললেই নয়। তিনি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইদানীংকালে, তিনি নিঃসন্দেহে একজন ব্যতিক্রমী চরিত্র। একসময় যিনি ছিলেন নৃত্যশিল্পী, রুশ হামলার পর সেই তিনিই একেবারে সামনে থেকে ইউক্রেনের বাহিনীকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।

বস্তুত, সেভাবে দেখলে একথা বলাই যায়, যে ইউক্রেন দেশটাকে কার্যত তুড়ি মেরে জয় করার কথা ভেবেছিলেন পুতিন, আজ তাঁরই সৌজন্যে সেই ইউক্রেনের রাষ্ট্রপ্রধান বিশ্বের একটা বিরাট অংশের মানুষের চোখে 'রিয়েল লাইফ হিরো'র মর্যাদা পেয়েছেন।

পরবর্তী খবর

Latest News

হাসিনার ওপর ভারত অন্তত ‘বিধি নিষেধ আরোপ করতে পারে’, আশা বাংলাদেশের উপদেষ্টার 'বিকৃত মনস্ক' বললেও গ্রেফতারি থেকে রণবীরকে রেহাই, দেশ ছাড়তে পারবেন না জানাল SC চুলের খুশকি দূর হবে নিমেষে, কাজে লাগান এই ৩ ঘরোয়া টোটকা উৎপন্ন বিদ্যুৎ বিক্রি করে উপার্জন, রোজগার বাড়াতে আর কী করতে চলেছে সরকার পক্ষ? ‘সত্যি বলে…' দেখে সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ শ্রীজাত! ‘আমি গর্বিত…’, লিখলেন কবি ‘আজকের না, শেখ মুজিবের আমল থেকেই আয়নাঘর,’ জানালেন বাংলাদেশের উপদেষ্টা মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্ন কেমন হল? ম্যাপ পয়েন্টিং কঠিন? জানালেন শিক্ষক পরীক্ষা কেমন হচ্ছে?‌ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের থেকে জানলেন মমতা ১২২ কোটির ব্যাঙ্ক জালিয়াতির মাঝেই বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ইনফোসিস, আদালতে বিস্ফোরক কগনিজ্যান্ট

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.