আজভ সাগরের উপকূলে এক রুশ শহরের আবাসিক এলাকায় ভেঙে পড়ল রুশ সামরিক বাহিনীর যুদ্ধবিমান। এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা যায়, একটি নয়তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভেঙে পড়ে রুশ যুদ্ধবিমানটি। বিল্ডিংয়ের বেশ কয়েকটি তলকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। জানা গিয়েছে, ভেঙে পড়া বিমানটি এসইউ-৩৪। বিমানের পাইলট অবশ্য এই ঘটনায় জখম হননি। তবে যে আবসনে বিমানটি ভেঙে পড়ে, তাতে ১০০ জন থাকতেন। তাদের মধ্যে বহু আবাসিককে হাসপাতালে ভর্তি করে হয়েছে।
বিমানটি ভেঙে পড়ার পরই বহুতলের বেশ কয়েকটি তলে আগুন ছড়িয়ে পড়ে। মোট ১৭টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কোনড্রাটিয়েভ জানান, বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে তদন্তকারীদের পাঠিয়েছে রাশিয়ার স্টেট ইনভেস্টিগেটিভ কমিটি।
এদিকে সোমবার সকাল সকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। মধ্য কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এই হামলায়। কামিকাজি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয় বলে জানা যায়। শহরজুড়ে শুধুই ধোঁয়া আর আগুনের ছবি দেখা যায়। এর জেরে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। প্রসঙ্গত গত সপ্তাহের শুরুতেই ইউক্রেনে হামলা জোরজদার করেছিল রাশিয়া। গত সপ্তাহে সোমবারও কিয়েভে মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া। তাতেও মৃত্যু হয়েছিল বহু সাধারণ মানুষের। উল্লেখ্য, ওই এলাকা বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে।