বাংলা নিউজ > ঘরে বাইরে > কিয়েভের উপর ফের জোরালো রুশ হামলা

কিয়েভের উপর ফের জোরালো রুশ হামলা

কিয়েভের উপর ফের জোরালো রুশ হামলা

শুধু মে মাসেই রাশিয়া এই নিয়ে কিয়েভের উপর পাঁচ দফা বড় আকারের হামলা চালাল৷ একদিন আগেই রাশিয়া ইউক্রেনের উপর সবচেয়ে বড় ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল৷ সোমবার রাশিয়ায় ‘বিজয় দিবস' উদযাপন করা হয়৷

মঙ্গলবারও রাশিয়া ইউক্রেনের রাজধানীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে৷ ইউক্রেন সেগুলি ধ্বংস করতে সমর্থ হয়েছে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি পালটা সামরিক অভিযানের আভাস দিয়েছেন৷ ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল৷ মঙ্গলবার ভোরে শুধু রাজধানী কিয়েভের উপর প্রায় ১৫টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে মস্কো৷

তবে ইউক্রেনের সূত্র অনুযায়ী প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে৷ যুদ্ধক্ষেত্রে শত্রুর যড়যন্ত্র বিফল হয়েছে বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রাম অ্যাপে মন্তব্য করেছেন৷ তার মতে, যত বেশি সম্ভব নিরীহ মানুষের হত্যাই এই হামলার লক্ষ্য ছিল৷ তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দক্ষিণ পশ্চিমে একটি বাড়ির উপর আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ার খবর দিয়েছেন৷ তবে তাঁর মতে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ ক্লিচকো বলেন, সোমবারের হামলায় কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে৷

শুধু মে মাসেই রাশিয়া এই নিয়ে কিয়েভের উপর পাঁচ দফা বড় আকারের হামলা চালাল৷ একদিন আগেই রাশিয়া ইউক্রেনের উপর সবচেয়ে বড় ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল৷ সোমবার রাশিয়ায় ‘বিজয় দিবস' উদযাপন করা হয়৷ ১৯৪৫ সালে নাৎসি জার্মানির পরাজয় উপলক্ষ্যে রাশিয়ায় দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে৷ ইউক্রেনের প্রেসি়ডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, যে পুরনো অশুভ শক্তি আধুনিক রাশিয়াকে আচ্ছন্ন করেছে, নাৎসিবাদের মতোই তা গুঁড়িয়ে দেওয়া হবে৷ তাঁর মতে, ইউক্রেনের বিজয়ের দিনক্ষণ এখনও জানা না গেলেও সেই ঘটনা গোটা ইউক্রেন, ইউরোপ ও মুক্ত বিশ্বের জন্য উৎসবের কারণ হবে৷ তাছাড়া রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের সাফল্য অন্য আগ্রাসী শক্তির জন্যও কঠিন বার্তা বহন করবে বলে জেলেনস্কি মন্তব্য করেন৷ সোমবার তিনি ডিক্রি জারি করে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উদযাপনের দিনটি ৯ মে-র বদলে ৮ মে পালনের সিদ্ধান্ত নেন৷ এবার থেকে সে দেশে ৯ মে ‘ইউরোপ দিবস' পালিত হবে৷

জেলেনস্কি তাঁর দৈনিক ভিডিয়ো বার্তায় ইউক্রেনের পালটা সামরিক অভিযানের আভাস দিয়েছেন৷ তবে গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে ‘সুখবর' উল্লেখ করলেও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি৷ রাশিয়ার দখলদারি প্রশাসনের এক কর্মকর্তার মতে, বৃষ্টির কারণে ইউক্রেনের সামরিক অভিযান এখনও শুরু হচ্ছে না৷ রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝা শহরের অংশের প্রশাসনিক প্রধান ইয়েভগেবি বালিৎস্কি বলেন, ১০ থেকে ১২ সেন্টিমিটার গভীরে মাটি নরম থাকলে তার উপর সামরিক যান চালানো অসম্ভব৷ তবে তার মতে ইউক্রেনের পালটা অভিযান যে কোনও মুহূর্তে শুরু হতে পারে৷

এদিকে ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী ইউক্রেনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রাশিয়া যথেষ্ট সৈন্য জোগাড় করতে পারছে না৷ ফলে এবার মধ্য এশিয়ার অভিবাসী শ্রমিকদের সেনাবাহিনীতে ভরতি করানোর উদ্যোগ নিচ্ছে সে দেশ৷ ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে রাশিয়ার সামরিক নিয়োগকর্তারা মসজিদ ও ইমিগ্রেশন দফতর ঘুরে সেই চেষ্টা চালাচ্ছেন৷ উজবেক ও তাজিক ভাষায় পারদর্শী কর্মকর্তারা মোটা অংকের ভাতার লোভ দেখিয়ে শ্রমিকদের ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের টোপ দিচ্ছেন৷ ব্রিটিশ সরকারের মতে, জনরোষের ঝুঁকি এড়াতে রাশিয়া যতদিন সম্ভব নতুন করে আরও পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত মুলতুবি রাখছে৷ কারণ গত ‘মোবিলাইজেশন' প্রচেষ্টার সময় সমাজে গভীর অসন্তোষ দেখা দিয়েছিল এবং তরুণরা দলে দলে দেশত্যাগ করেছিল৷

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.