বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia-Ukraine War: ইউক্রেনের শহর থেকে সরছে রাশিয়ার সেনা, যুদ্ধে বিরাট মোড়

Russia-Ukraine War: ইউক্রেনের শহর থেকে সরছে রাশিয়ার সেনা, যুদ্ধে বিরাট মোড়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড় মোড় (Photo by BULENT KILIC / AFP) (AFP)

এদিকে বিশেষজ্ঞদের মতে ৯ মাস ধরে টানা যুদ্ধ চলছে। তার মধ্যে এদিন রাশিয়ার এই পদক্ষের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটাকে টার্নিং পয়েন্ট বলেও মনে করছেন অনেকে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বুধবার অধিগৃহীত ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারে নির্দেশ দিলেন। নিপ্রো নদীর অপরপারে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়েছে।

এদিকে বিশেষজ্ঞদের মতে ৯ মাস ধরে টানা যুদ্ধ চলছে। তার মধ্যে এদিন রাশিয়ার এই পদক্ষের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটাকে টার্নিং পয়েন্ট বলেও মনে করছেন অনেকে।

টেলিভিশনে সম্প্রচারিত খবর অনুসারে জেনারেল সের্গেই সুরোভিকিন জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিপ্রো নদীর বাঁ তির বরাবর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে। একটি ম্যাপ দেখিয়ে তিনি এই নির্দেশ দেন।

তিনি বলেন, আমি বুঝতে পারছি এটা খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু এটা আমাদের মনে রাখতে হচ্ছে যে আমাদের সেনাদের জীবনটাও খুব গুরুত্বপূর্ণ।

এদিকে খেরসন শহরের নামে একটি রিজিয়নও আছে। যে চারটি রিজিয়নকে রাশিয়ার প্রেসিডেন্ট নিজেদের আওতায় বলে ঘোষণা করেছিলেন তার মধ্যে খেরসনের নামে রিজিয়নটাও রয়েছে।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী সোইগু জেনারেলকে জানিয়েছেন, আমি আপনার প্রস্তাবের সঙ্গে একমত। আমাদের কাছে রাশিয়ার সেনার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের উপর যে হুঁশিয়ারি রয়েছে সেটা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।

সেনা প্রত্য়াহারের দিকে আমরা এগোচ্ছি। নদীর ওপারে সেনা, তাদের অস্ত্র যাতে নিরাপদে নিয়ে যাওয়া যায় সেটা নিশ্চিত করা হচ্ছে। এমনটাও বলা হয়েছে।

তবে কি আক্রামানাত্মক জায়গা থেকে পিছু হটছে রাশিয়া? রাশিয়ার এক ওয়ার ব্লগার লিখেছেন, আপাতভাবে আমরা শহর ছেড়ে চলে আসছি। এটা লেখা যে কতটা যন্ত্রণার সেটা বুঝতেই পারছি। রাশিয়ার সেনার কাছে এটা একটা কালো পাতা হিসাবে থেকে যাবে। এটা ট্রাজিক পেজ।

 

বন্ধ করুন