জার্মানির শার্লামেন প্রাইজ দেওয়া হয়েছে জেলেনস্কিকে। সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। জার্মান সেনার বিমানে বার্লিনে পৌঁছন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এই প্রথম জার্মানিতে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বার্লিনে তিনি জার্মান প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর ওলফ শলৎসের সঙ্গে কথা বলেন।
শলৎস বলেছেন, যতদিন ইউক্রনের প্রয়োজন হবে, ততদিন তাদের সাহায্য করবে জার্মানি। শলৎসের কথায়, 'বরাবরই ইউক্রেনের সঙ্গে জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাশিয়া আক্রমণের পর আমাদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।' শলৎস জানিয়েছেন, জার্মানি কেবল মানবিক এবং সামরিক দিক থেকে ইউক্রেনকে সাহায্য করছে না।
রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও ইউক্রেনের পাশে আছে। যতদিন প্রয়োজন হবে, ততদিন ইউক্রেনকে সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন। এখনও পর্যন্ত ইউক্রেনকে প্রচুর অর্থ দিয়েছে জার্মানি। আরও অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন শলৎস। মাসকয়েক আগে অত্যাধুনিক জার্মান ট্যাঙ্ক এবং এয়ার ডিফেন্স সিস্টেমও দেওয়া হয়েছে ইউক্রেনকে।
যুদ্ধ শুরু হওয়ার পর জার্মানির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিল ইউক্রেন। তাদের বক্তব্য ছিল, জার্মানি যতটা সাহায্য করা উচিত, ততটা করছে না। অন্যদিকে জার্মান প্রধানমন্ত্রীকে রাশিয়া-ঘনিষ্ঠ বলেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু যতদিন গিয়েছে, ইউক্রেনের আস্থা অর্জন করেছে জার্মানি। ইউক্রেনেকে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য করার পাশাপাশি ইউক্রেনের সেনার চিকিৎসা এবং ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছে জার্মানি। এই পরিস্থিতিতে জেলেনস্কির জার্মানি সফর তাৎপর্যপূর্ণ।