বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia-Ukraine War: ‘হিটলারের শরীরে বইত ইহুদি রক্ত’,রুশ মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ জেলেনস্কি

Russia-Ukraine War: ‘হিটলারের শরীরে বইত ইহুদি রক্ত’,রুশ মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (AP)

Russia-Ukraine War: সম্প্রতি রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছিলেন, ‘অ্যাডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত বইত।’ এই মন্তব্যেই বেজায় চটেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

‘রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ভুলে গিয়েছে’। রাশিয়াকে এই ভাষাতেই আক্রমণ শানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছিলেন, ‘অ্যাডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত বইত।’ এই মন্তব্যেই বেজায় চটেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি ক্রেমলিনকে তোপ দেগে বলেন যে রাশিয়া হয়ত ইতিহাস ভুলে গিয়েছে।

রাশিয়াকে তোপ দেগে জেলেনস্কি বলেন, ‘আমার বলার কোনও ভাষা নেই... কেউ মস্কোর কাছ থেকে এই (হিটলারের শরীরে ইহুদি রক্ত) মন্তব্যকে অস্বীকার করতে বা কোনও যুক্তির কথা বলতে শোনেনি। সেখান থেকে আমরা পেয়েছি শুধু নীরবতা... এর অর্থ হল রাশিয়ান নেতৃত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত পাঠ ভুলে গিয়েছে। অথবা সম্ভবত তারা সেই পাঠগুলি কখনই শেখেইনি।’

এর আগে সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ‘যখন তারা (ইউক্রেন) বলে 'আমরা ইহুদি, তা হলে নাত্জিবাদ কীভাবে থাকতে পারে আমাদের মধ্যে?' আমার মতে, হিটলারেরও পূর্বপুরুষ ইহুদি ছিল, তাই এর অর্থ এই বক্তব্যের (ইউক্রেনের দাবির) কোনও অর্থ নেই। কিছু সময়ের জন্য আমরা ইহুদিদের কাছ থেকে শুনেছি যে সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী ছিল ইহুদিরাই।’ এদিকে ল্যাভরভের এই মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে আমেরিকা থেকেও। মার্কিন সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ল্যাভরভের মন্তব্যের নিন্দা করেন। তিনি বলেন, ‘আপনি কাউকে বোকা বানাচ্ছেন না। রাশিয়ার অপরাধগুলি বিশ্বের সবাই দেখতে পাচ্ছে নিজের চোখে।’

বন্ধ করুন