বাংলা নিউজ > ঘরে বাইরে > S Jaishankar on his Father: 'বাবাকে সচিব পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, সাসপেন্ড করেন রাজীব', ক্ষোভ জয়শংকরের

S Jaishankar on his Father: 'বাবাকে সচিব পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, সাসপেন্ড করেন রাজীব', ক্ষোভ জয়শংকরের

এস জয়শংকর  (ANI)

ভারতের বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শংকরের বাবা ডঃ কে সুব্রহ্মণ্যমও ছিলেন ভারত সরকারের এক উচ্চপদস্থ আমলা। তবে তাঁকে সচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এদিকে রাজীব গান্ধী তাঁকে সাসপেন্ড করেছিলেন।

ছিলেন কূটনৈতিক। এখন হয়েছেন রাজনীতিক। এহেন এস জয়শংকর এবার গান্ধীদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন। উল্লেখ্য, ভারতের বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শংকরের বাবা ডঃ কে সুব্রহ্মণ্যমও ছিলেন ভারত সরকারের এক উচ্চপদস্থ আমলা। তবে তাঁকে সচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এদিকে রাজীব গান্ধী তাঁকে সাসপেন্ড করেছিলেন। সংবাদসংস্থা এএনআই-এর এক পডকাস্টে এই সব ঘটনার উল্লেখ করে গান্ধী পরিবারের প্রতি নিজের বিষোদগার প্রকাশ করেন জয়শংকর। (আরও পড়ুন: 'সরকারি কর্মীরা ভালো থাকলে...', ডিএ আন্দোলনের মাঝেই বড় বার্তা মমতার)

ভারতের হয়ে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত থাকা এস জয়শংকর আচমকাই ২০১৯ সালে রাজনীতিতে পা দিয়েছিলেন। মোদী ২.০ সরকারে তিনি যখন বিদেশমন্ত্রী হন, তখনও আনুষ্ঠানিক ভাবে তিনি বিজেপিতে যোগ দেননি। রাজ্যসভার সদস্য করা হয় তাঁকে। পরে বিদেশমন্ত্রী হন। পরে গিয়ে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন তিনি। এহেন জয়শংকর পডকাস্টে বলেন, প্রতিরক্ষা সরঞ্চাম উৎপাদন দফতরের সচিব পদ থেকে তাঁর বাবাকে ১৯৮০ সালে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এদিকে রাজীব গান্ধী জমানায় তাঁৎ বাবাকে সাসপেন্ড করা হয়েছিল বলেও জানান জয়শংকর। শুধু তাই নয়, তাঁর বাবার থেকে জুনিয়র কাউকে সেই সময় ক্যাবিনেট সচিব করা হয়েছিল।

ভারতীয় ফরেন সার্ভিসে দীর্ঘদিন কাজ করা জয়শংকর কীভাবে কূটনীতিক থেকে রাজনীতিবিদ হয়ে উঠলেন, সেই নিয়েই এএনআই-এর সঙ্গে খোলাখুলি আলোচনা করেন তিনি। তিনি জানান, তিনি সবসময় নিজের কর্মজীবনে শ্রেষ্ঠ অফিসার হতে চাইতেন। এবং তিনি বিদেশ সচিব পদে নিযুক্ত হতে চাইতেন। উল্লেখ্য, আমেরিকা, চিনের মতো গুরুত্বপূর্ণ দেশে ভারতের রাষ্টরদূত হিসেবে কাজ করেছেন জয়শংকর। এরপর ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের বিদেশ সচিব ছিলেন তিনি। তাঁর বাবা কে সুব্রহ্মণ্যম ২০১১ সালে প্রয়াত হয়েছিলেন। দেশের নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি।

জয়শংকর বলেন, 'আমার মাথায় সবসময় ছিল যে আমাকে শ্রেষ্ঠ অফিসার হতে হবে। আমার পরিবারের থেকে ... চাপ ঠিক বলব না... তবে আমার বাবা সচিব ছিলেন। ১৯৭৯ সালে জনতা সরকারের জমানায় সবচেয়ে কম বয়সি সচিব হয়েছিলেন তিনি। ১৯৮০ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েই প্রথমেই আমার বাবাকে সরিয়ে দেন সচিব পদ থেকে। যদিও আমার বাবা প্রতিরক্ষা বিষয়ে খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন।' জয়শংকর বলেন, 'আমার বাবা সোজা কথা সোজা ভাবে বলতেন। হয়ত তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। রাজীব গান্ধীর সময় আমার বাবাকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর থেকে জুনিয়র অফিসারকে ক্যাবিনেট সচিব করা হয়েছিল। তাই আমার দাদা যখন সচিব হন, তখন আমার বাবা খুবই গর্ব বোধ করেন।' জয়শংকর বলেন, 'আমি যখন সচিব হই, তখন আর আমার বাবা বেঁচে নেই। ২০১৮ সালে অবসরের সময় আমি খুশি ছিলাম। এরপর আমি টাটা সন্সে কাজ শুরু করি। এরপর আচমকাই আমার সামনে রাজনীতিতে যোগ দেওয়ার এই সুযোগ চলে আসে। এর আগে আমি কখনও এই নিয়ে ভাবিনি। আমি নিজে নিশ্চিত ছিলাম না এই নিয়ে। আমি যখন মন্ত্রী হই, তখন আমি সাংসদও ছিলাম না। আমি কিছু বুঝে ওঠার আগেই আমি রাজনীতিতে প্রবেশ করে যাই।'

ঘরে বাইরে খবর

Latest News

শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.