বাংলা নিউজ > ঘরে বাইরে > S Jaishankar on Ind Vs Pak Cricket: ভারত-পাক ক্রিকেট নিয়ে স্পষ্ট বার্তা জয়শঙ্করের, কী বললেন বিদেশমন্ত্রী?

S Jaishankar on Ind Vs Pak Cricket: ভারত-পাক ক্রিকেট নিয়ে স্পষ্ট বার্তা জয়শঙ্করের, কী বললেন বিদেশমন্ত্রী?

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ANI/PIB)

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন, যদি পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দেওয়া হয়, বা ভারত না আসে, তাহলে বিশ্বকাপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহারের কথা বিবেচনা করতে পারে।

ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে চরম সংশয় চলছে। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকলেও বড় বড় টুর্নামেন্টে মুখোমুখি হলে ম্যাচ খেলে। তবে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছে। কারণ, পাকিস্তানের বদলে কোনও নিরপেক্ষ দেশএ এশিয়া কাপ করানোর দাবি তুলছে বিসিসিআই। এই আবহে এবার ভারত-পাক ক্রিকেট নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জশয়সঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, ‘টুর্নামেন্ট আসতেই থাকবে। আপনাদের সরকারের অবস্থান সম্পর্কে অবগত আছেন। দেখা যাক কী ঘটতে চলেছে।’

বিদেশমন্ত্রী বলেন, ‘আমি বলতে চাই, আমাদের কখনও এটা মেনে নেওয়া উচিত নয় যে একটি দেশের সন্ত্রাসবাদের অধিকার রয়েছে। আমরা এটাকে বৈধতা দিতে পারি না। আর সে জন্য দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে হবে। সন্ত্রাসের শিকার ব্যক্তিরা আওয়াজ তুললে এই চাপ বজায় থাকবে। সন্ত্রাসের কারণে আমাদের অনেক রক্তপাত হয়েছে। এই কারণে এর নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে।’

এদিকে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে জয়শঙ্কর বলেন, ‘এটি একটি জটিল বিষয়। আমি আপনার মাথায় বন্দুক রাখলে আপনি কি আমার সঙ্গে কথা বলবেন? যদি আপনার প্রতিবেশী প্রকাশ্যে সন্ত্রাসবাদে সহায়তা করে... আমাদের কখনও এটা ভেবে নেওয়া উচিত নয় যে আন্তঃসীমান্ত সন্ত্রাস স্বাভাবিক। আমাকে অন্য যেকোনও একটি উদাহরণ দিন যেখানে এক প্রতিবেশী অন্যের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এমন উদাহরণ নেই।’ 

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা আবারও এশিয়া কাপ ২০২৩ নিয়ে বড় বিবৃতি দিয়েছিলেন। রমিজ রাজা বলেছিলেন, যদি পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দেওয়া হয়, বা ভারত না আসে, তাহলে বিশ্বকাপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহারের কথা বিবেচনা করতে পারে। এর আগে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত।

 

 

 

 

 

বন্ধ করুন