বাংলা নিউজ > ঘরে বাইরে > Jaishankar on Bilawal: ‘সন্ত্রাস ইন্ডাস্ট্রির প্রোমোটার…’, এসসিওতে পাক মন্ত্রী বিলাওয়াল প্রসঙ্গে জয়শঙ্কর খুললেন মুখ

Jaishankar on Bilawal: ‘সন্ত্রাস ইন্ডাস্ট্রির প্রোমোটার…’, এসসিওতে পাক মন্ত্রী বিলাওয়াল প্রসঙ্গে জয়শঙ্কর খুললেন মুখ

এস জয়শঙ্কর।(AP Photo/Manish Swarup) (AP)

বিলাওয়াল-জয়শঙ্কর মুখোমুখি বৈঠক নিয়ে জল্পনা ছিলই। পাকিস্তান যখন তার সবচেয়ে দুর্বল পরিস্থিতিতে, তখনই ভারতের দাপুটে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সামনে পড়তে হয়েছে পাক বিদেশমন্ত্রী বিলাওয়ালকে।

জাতিসংঘের বিশ্ব আঙিনায় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে এক বিতর্কিত মন্তব্যে একটি তকমা ব্যবহার করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর গোয়ায় আয়োজিত ২০২৩ এসসিও বৈঠকে কার্যত বিলাওয়ালকে পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিলাওয়াল প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের 'সন্ত্রাস ইন্ডাস্ট্রির প্রমোটার ' ইস্যুতে পাক বিদেশমন্ত্রীর অবস্থানের জবাব দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে এসসিও সদস্য দেশের প্রতিনিধি হিসাবেই সম্মেলনে গণ্য করা হয়েছে বলে এদিন জানান জয়শঙ্কর। তবে তারই সঙ্গে ‘পাকিস্তানের সন্ত্রাস ইন্ডাস্ট্রির একজন প্রমোটার, (সন্ত্রাসের সপক্ষে) যুক্তিনিষ্ঠ ব্যক্তিত্ব, মুখপাত্র’ হিসাবে তাঁর অবস্থান জানতে চাওয়া হয় ও তাঁর জবাবের পাল্টা জবাব দেওয়া হয়েছে বৈঠকে, বলে জানান জয়শঙ্কর। ফলে সন্ত্রাস নিয়ে কার্যত ভারতে আয়োজিত এসসিও-এর বিদেশমন্ত্রীদের বৈঠতে পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে দিল্লি নিজের অবস্থান জানান দিয়েছে। ( 'প্রিয় নরেন্দ্র', মোদীর উদ্দেশে হিন্দিতে টুইট ম্যাক্রোঁর, আমন্ত্রণ ফ্রান্স থেকে)

জয়শঙ্কর-বিলাওয়াল মুখোমুখি বৈঠক নিয়ে জল্পনা ছিলই। পাকিস্তান যখন তার সবচেয়ে দুর্বল পরিস্থিতিতে, তখনই ভারতের দাপুটে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সামনে পড়তে হয়েছে পাক বিদেশমন্ত্রী বিলাওয়ালকে। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রসংঘে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বিলাওয়ালের মন্তব্যকে কোনও মতেই ভালো চোখে নেয়নি দিল্লি। ওই আপত্তিকর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারত। তারপরই এই বৈঠক ঘিরে চড়েছে পারদ।

এর আগে, এদিন সকালে এসসিও বৈঠকের আগে সাংবাদিকদের সামনে বিলাওয়াল ও জয়শঙ্কর মুখোমুখি হন। সম্মেলনে আসা বাকি অতিথিদের মতোই বিলাওয়ালকে হাত জোর করে নমস্কার জানান জয়শঙ্কর। কোনও করমর্দন দেখা যায়নি সেখানে। পাল্টা বিলাওয়ালও সেইভাবে হাত জোর করে সম্ভাষণ জানান। এরপর বৈঠকে সন্ত্রাস ইস্যুতে কার্যত পাকিস্তানকে পাঠ পড়ান জয়শঙ্কর। বলেন কোনও মতেই সন্ত্রাস ঘিরে যৌক্তিকতাকে ভারত বিশ্বাস করে না, সমস্ত রকমের সন্ত্রাস বন্ধের আর্জি এই এসসিওর মঞ্চ থেকে জানান জয়শঙ্কর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

বন্ধ করুন