বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ভোটের আগে অনেকেই দলবদল করে', ৫ রাজ্যে ভোটের আগে অকপট একদা 'বিদ্রোহী' সচিন পাইলট

'ভোটের আগে অনেকেই দলবদল করে', ৫ রাজ্যে ভোটের আগে অকপট একদা 'বিদ্রোহী' সচিন পাইলট

সচিন পাইলট (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

 গোয়ায় তৃণমূল প্রসঙ্গে সচিন পাইলট বলেন, কংগ্রেস ভাঙিয়ে তারা আমাদের সঙ্গে জোট গড়তে আসতে চাইলে তা কীভাবে হবে?

সম্প্রতি উত্তরপ্রদেশে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরপিএন সিং। এহেন হেভিওয়েটের বিদায়ে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। এই বিষয়ে একদা 'বিদ্রোহী' সচিন পাইলটকে প্রশ্ন করা হলে হিন্দুস্তান টাইমসকে অকপটে তিনি বলেন, 'নির্বাচনের আগে অনেকেই দল বদল করে।' তিনি পাল্টা বিজেপিকে খোঁচা মেরে বলেন, 'তাঁদের ডবল ইঞ্জিন সরকার চলা সত্ত্বেও উত্তরপ্রদেশে ও উত্তরাখণ্ডে মন্ত্রী, বিধায়করা পদত্যাগ করে দলত্যাগ করেছে। ভোটের আগে এভাবে নেতা আসা বা যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। এটা নতুন কিছু নয়। তবে এটা জরুরি যে আমরা মাটিতে পা রেখে একটা ভালো লড়াই দেই।'

সচিন পাইলট বলেন, 'জাতীয় স্তরে কোনও দল যদি বিজেপিকে আটকাতে পারে তো সেটা কংগ্রেস। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কেন্দ্রে বিজেপির সরকার চালানোর পদ্ধতি মানুষের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর কংগ্রেস। আসন্ন নির্বাচনে আমরা বেশিরভাগ রাজ্যে সরকার গঠন করব। আমরা পঞ্জাবে ক্ষমতা ধরে রাখব। গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে আমরা সরকার গঠন করব। উত্তরপ্রদেশে যেহেতু আমরা বহুদিন ধরে সরকারের বাইরে, সেখানে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে গত দুই বছরে সেখানে আমাদের কর্মীরা যা ভালো কাজ করেছে, তার ফল আমরা পাব।'

একদা গান্ধী পরিবার ঘনিষ্ঠ হেভিওয়েট নেতাদের দলবদলের জন্য রাহুল গান্ধী দায়ী কিনা প্রশ্ন করাতে সচিন বলেন, 'দলের শীর্ষ নেতৃত্ব আমাদের দল ও সরকারে বিভিন্ন দায়িত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। কাজের সুযোগ করে দেওয়ার জন্য তো এবার তাদের দোষ দিতে পারি না। অনেকেই কংগ্রেস ছেড়েছেন। আবার অনেকেই তো কংগ্রেসে যোগও দিয়েছেন।' তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার 'ইচ্ছে' প্রসঙ্গে প্রশ্ন করা হলে অবশ্য তিনি কথা ঘুরিয়ে দেন। তিনি বলেন, 'রাজস্থান সরকারের কিছু বিষয়ে আমার সমস্যা ছিল। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সেই সমস্যা মেটাতে একটি কমিটি গঠন করেছেন। আমি এখন খুশি যে সব সঠিক দিকে এগোচ্ছে।'

এদিকে গোয়ায় তৃণমূলের 'সম্ভাবনা' প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বলেন, 'আমি মনে করি না তৃণমূল এমন কিছু করেছে যাতে জনগণের ভরসা অর্জন করতে তারা সক্ষম হয়েছে। তারা কয়েরদিন আগেও বলতে পারত যে তারা বিজেপিকে হারাতে আমাদের সাহায্য করতে চায়। তবে কংগ্রেস ভাঙিয়ে তারা আমাদের সঙ্গে জোট গড়তে আসতে চাইলে তা কীভাবে হবে? তারা জানত যে গোয়ায় তাদের কোনও সংগঠন নেই। তবে তারা সম্প্রসারণ করতে চাইলে তা তো করতেই পারে।'

বন্ধ করুন