বাংলা নিউজ > ঘরে বাইরে > পঞ্জাব ফর্মুলা কি এবার রাজস্থানেও? শচিনই কি এবার পাইলট হবেন কংগ্রেসের ?

পঞ্জাব ফর্মুলা কি এবার রাজস্থানেও? শচিনই কি এবার পাইলট হবেন কংগ্রেসের ?

২১শে এপ্রিল সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন শচিন পাইলট (PTI Photo) (PTI)

১৩ থেকে ১৫ই মে উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির হবে। তারপরই রাজস্থানে নেতৃত্বের পরিবর্তন হতে পারে। এমনকী অশোক গেলহট ইতিমধ্যেই জানিয়েছেন আমার পদত্যাগপত্র সবসময় সোনিয়া গান্ধীর কাছে আছে। এরপরই জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে।

ভোট কুশলী প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা ছড়িয়েছে। এসবের মধ্যেই রাজস্থান নিয়ে ঘর গোছানো শুরু করে দিল কংগ্রেস। একদিকে পিকে কে দলে এনে অন্যদিকে দলে নতুন মুখ এনে কংগ্রেস চাঙা করার সবরকম চেষ্টা করছেন সোনিয়া গান্ধী। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এমনকী রাজস্থানে শচিন পাইলটকে ফের গুরুত্ব দিতে শুরু করেছে কংগ্রেস। সোনিয়ার সঙ্গেও দেখা করেছেন তিনি।

এদিকে ১৩ থেকে ১৫ই মে উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির হবে। তারপরই রাজস্থানে নেতৃত্বের পরিবর্তন হতে পারে। এমনকী অশোক গেলহট ইতিমধ্যেই জানিয়েছেন আমার পদত্যাগপত্র সবসময় সোনিয়া গান্ধীর কাছে আছে। এরপরই জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে। এরপরই নেতৃত্বের বদল নিয়ে দাবিটা আরও জোরালো হয়েছে রাজস্থানে।

অশোক গেলহট বলেন, আমার ইস্তফাপত্র সবসময় সোনিয়া গান্ধীর সঙ্গে আছে। কখন কংগ্রেস মুখ্যমন্ত্রী পরিবর্তন করবে কেউ বুঝতেই পারবেন না। কংগ্রেস হাই কমান্ড সিদ্ধান্ত নিলে কেউ বাধা দেবে না। এদিকে পিকেও যুব সমাজের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। এর জেরে ২০২৪ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাতে ভালো ফল করতে পারে কংগ্রেস।

কিন্তু পঞ্জাবেও নেতৃত্বের পরিবর্তন করেছিল কংগ্রেস। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। রাজস্থানে কি সেই ফর্মুলা কাজ দেবে?

বন্ধ করুন