পরপর প্রশ্নে বিরক্ত হয়ে চিমটি দিয়ে ইউটিউবারকে পেটালেন এক সাধু। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গেল। 'জনতা দরবার ১২৩' নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দাবি করা হয়েছে যে মহাকুম্ভ মেলার মধ্যেই ওই ঘটনা ঘটেছে। ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে তাঁবুতে বসে থাকা এক সাধুকে পরপর প্রশ্ন করছেন এক ব্যক্তি। যিনি ইউটিউবার বলে দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাধু। কিন্তু একটা সময় বিরক্ত হয়ে ওঠেন। আর তারপর উঠে পড়ে চিমটি দিয়ে ওই ব্যক্তিকে মারতে শুরু করে দেন। তার জেরে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
আর সেই ভিডিয়ো দেখে নেটপাড়ায় বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুরো ঘটনা দেখে নিজেদের হাসি থামাতে পারেননি নেটিজেনদের একাংশ। আবার নেটিজেনদের অপর অংশ প্রশ্ন তুলেছেন যে ইউটিউবারকে চিমটি দিয়ে মারা হবে কেন?
আরও পড়ুন: Maha Kumbh 2025: মহাকুম্ভে ‘সাধু’দের সওয়ারি মার্সিডিজ থেকে রোলস রয়েস! চোখ ছানাবড়া বাকিদের
'আশীর্বাদ পাওয়া গেল', কটাক্ষ নেটিজেনের
এক নেটিজন বলেন, 'যখন সাধুদের বোকা-বোকা প্রশ্ন করেন, তখন এরকমই হয়।' একজন আবার বলেন, 'সাধুদের সম্মান করুন। সবকিছু কনটেন্ট নয়।' একজন আবার বলেন, 'ইউটিউবার স্পষ্টতই নিজের সীমারেখা লঙ্ঘন করে ফেলেছেন। লোকজনকে যা কিছু জিজ্ঞাসা করবেন, আর ভাববেন যে তিনি শান্ত থাকবেন, সেটা মোটেও হয় না।' এক নেটিজেন হাসতে-হাসতে বলেন, ‘চলো, আশীর্বাদ পাওয়া গিয়েছে।’
‘যা চেয়েছিলেন, তার থেকে বেশি কনটেন্ট পেয়েছেন’
যদিও ওই ইউটিউবারকে যেভাবে মারা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এক নেটিজেন। তেমনই একজন বলেন, 'হিংসা মোটেও কোনও কিছুর জবাব নয়। পরিস্থিতিটা আরও ভালোভাবে সামলানো উচিত ছিল সাধুর।' সেই যুক্তির সঙ্গে অবশ্য অনেকেই একমত হননি। একজন আবার খোঁচা দিয়ে বলেন, 'আশা করি, ইউটিউবার যে কনটেন্ট চেয়েছিলেন, তার থেকে বেশি পেয়ে গিয়েছেন।'
আরও পড়ুন: Maha Kumbh 2025: মহাকুম্ভ থেকে যোগীরাজ্য়ের আয় হবে ২,০০০,০০০,০০০,০০০ টাকা!
প্রথম 'অমৃত স্নান' শুরু মহাকুম্ভ মেলায়
আর সেই তর্ক-বিতর্কের মধ্যেই মঙ্গলবার ভোর (মকর সংক্রান্তির ভোর) থেকেই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রথম 'অমৃত স্নান' শুরু হয়ে গিয়েছে। প্রথম 'অমৃত স্নান'-র বিশেষ মাহাত্ম্য আছে। পৌষ পূর্ণিমায় গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলনস্থল সংগমে 'স্নান'-র পরদিনই 'অমৃত স্নান' হয়। আর তাতে অংশগ্রহণ করে থাকে বিভিন্ন আখড়া। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে প্রথমবার 'অমৃত স্নান' হচ্ছে আজ।
আরও পড়ুন: Mahakumbh 2025: শুরু মহাকুম্ভ ২০২৫! কল্পবাসের ২১ কঠিন নিয়ম কী কী? দেখে নিন
আর সেই পরিস্থিতিতে যাতে সবকিছু সুষ্ঠভাবে চলে, সেজন্য মকর সংক্রান্তিতে সনাতন ধর্মের কোন ১৩টি আখড়ার সাধু-সন্ন্যাসীরা কখন 'অমৃত স্নান' সারবেন, সেটা আগেভাগেই জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ১৩টি আখড়ার জন্য আলাদা-আলাদা সময় বরাদ্দ করা হয়েছে। প্রশাসনের ধারণা, এবার মকর সংক্রান্তিতে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী পুণ্যস্নান সারবেন। মহাকুম্ভ নগরের জেলাশাসক বিজয় কিরণ আনন্দ জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত ১.৬৫ কোটির বেশি মানুষ পুণ্যস্নান সেরে ফেলেছেন।