সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে স্বরা ভাস্করের বিয়ে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য উঠে এল বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচীর থেকে। সদ্য ঘটে যাওয়া শ্রদ্ধা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি স্বরা, ফাহাজের বিয়ে নিয়ে কটাক্ষ করেন। উল্লেখ্য, লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহের ৩৫ টুকরো করে তা জঙ্গলে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। শ্রদ্ধার দেহ কেটে তা ফ্রিজে রাখা হয় বলেও অভিযোগ ছিল। সেই বিষয়ের সঙ্গে স্বরা-ফাহাদের বিয়ের তুলনা টানেন সাধ্বী প্রাচী।
হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রাচী বলেন,' সম্ভবত স্বরা ভাস্কর নজর দেননি কীভাবে শ্রদ্ধার দেহকে ৩৫ টুকরো করা হয়েছে তা নিয়ে। তাঁর দরকার ছিল একবার ফ্রিজটি দেখে নেওয়া এমন একটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে। এটা তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়। আমার বেশি কিছু বলার নেই। তবে যা শ্রদ্ধার সঙ্গে হয়েছে, তা স্বরার সঙ্গে হতে পারে।' এখানেই শেষ নয়। সাধ্বী প্রাচী একধাপ এগিয়ে অভিযোগের সুর চড়া করেন। তিনি বলেন,' স্বরা সব সময়ই হিন্দু ধর্মের বিরোধী। আমি জানতার তিনি এই ধর্ম থেকে কাউকে বিয়ে করবেন না। আর এখন সেটাই হল। তিনি একজন মুসলিমকে বিয়ে করেছেন।' প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভারতীয় আইনের স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় এই বিয়ে সম্পন্ন হয়। প্রসঙ্গত, বলিউডে অভিনেত্রী হিসাবে স্বরার পরিচিতি থাকলেও, বহু রাজনৈতিক কারণে তাঁর মন্তব্য বা টুইট খবরের শিরোনাম কেড়েছে। তাঁর রাজনৈতিক মতবাদও কেড়েছে লাইমলাইট। জানা যায়, এক রাজনৈতিক মিছিল থেকেই ফাহাদের সঙ্গে প্রেম জমে স্বরার। তারপর তা এগিয়ে যায় নিজের নিয়মে, পরে তা বিয়েতে রূপান্তরিত হয়। (পরীক্ষার হল-এ হিজাব পরে প্রবেশ করতে চেয়ে সুপ্রিম কোর্টে পৌঁছল আর্জি, বড় বার্তা প্রধান বিচারপতির)
এদিকে, ইসলামের তরফে বহু মৌলবী প্রশ্ন তোলেন যে, স্বরা যেহেতু হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেননি, তাই এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মুসলিম মৌলবী। তাঁজের প্রশ্ন শরিয়ত আইনে কীভাবে বৈধতা পাবে এই বিয়ে? এদিকে, মুসলিম ধর্মাবলম্বী ফাহাদের সঙ্গে স্বরার বিয়ে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিশ্ব হিন্দু পরিষদের সাধ্বী প্রাচী। সব মিলিয়ে এই বিয়ে ঘিরে বহু ধর্মীয় বিরোধিতা উঠে আসছে। শিকাগোর ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ ইয়াসির নদীম অল ওয়াজিদি বলেন, স্বরা ভাস্করের বিয়ে বৈধ, কারণ তাঁরা কোর্টে গিয়ে আইনি পথে বিয়ে রেজিস্টার করেছেন। তবে ইসলাম ধর্মমতে এই বিয়ে বৈধ নয়, বলে তিনি জানান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup